পরিবর্তন হয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগের অঘোষিত ফাইনালের সময়

পরিবর্তন হয়ে গেল ঢাকা প্রিমিয়ার লিগের অঘোষিত ফাইনালের সময়

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হতে আর মাত্র ১ রাউন্ড বাকি। এখনও শিরোপার নিষ্পত্তি হয়নি। শিরোপার নিষ্পত্তি হবে শেষ ম্যাচে। ১ ম্যাচ বাকি থাকতে আবহনী ও প্রাইম ব্যাংকের সংগ্রহ সমান ২২ পয়েন্ট। লিগে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তাই এই ম্যাচটি রুপ নিয়েছে অঘোষিত ফাইনালে। আবহনী ও প্রাইম ব্যাংকের খেলায় যে দল জয়ী হবে তারাই হবে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন।

প্রথম পর্বে মুখোমুখি দেখায় প্রাইম ব্যাংককে বৃষ্টি আইনে ৩০ রানে পরাজিত করেছিল আবহনী। সেই ম্যাচে আবহনী হয়ে তরুণ ওপেনার মুনিম শাহারিয়ার ৫০ বলে ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। অঘোষিত ফাইনালে দুই দল পাবে না তাদের দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মুশফফিকুর রহিমকে। পুরো সুপার লিগ তামিমকে ছাড়াই খেলছে তামিম ইকবাল। অন্যদিকে শেষ দুই ম্যাচ ধরে ইনজুরীর কারনে মুশফিকের সার্ভিস পাচ্ছেনা আবহনী।

পুর্ব নির্ধারীত সুচি অনুযায়ী আগামীকাল সকাল ৯টায় শুরু হওয়ার কথা ছিল অঘোষিত ফাইনালের। কিন্ত হঠাৎ করেই পরিবর্তন আনা হয়েছে কালকের অঘোষিত ফাইনালের। তবে খুব বড় কোন পরিবর্তন আনা হয়নি, শুধুমাত্র সময়ের পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল সকাল ৯ টার পরিবর্তে ম্যাচটি শুরু হবে দুপুর ২টা বাজে। এর ফলে দুপুর ২টার মোহামেডান ও প্রাইম দোলেশ্বরের খেলা পরিবর্তন করে আনা হয়েছে সকাল ৯টায়। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে সন্ধ্যা ৬টা বাজে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

মন্তব্যসমূহ (০)


Lost Password