রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কমেনি শীতের দাপট; বরং ঘর কুয়াশার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সকালে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা তাপমাত্র রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। আগামী ৬ ঘণ্টায় এসব এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। এছাড়া মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ও তার আশাপাশের এলাকায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শুক্রবার (৬ জানুয়ারি) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন