জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অনিশ্চিত তামিম ইকবাল

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অনিশ্চিত তামিম ইকবাল

বুধবার স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছে তামিম ইকবালের খেলা। হাঁটুর চোটের কারণে তাকে নিয়ে সংশয় আছে বলে জানিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। দীর্ঘদিন ধরেই হাঁটুর ইনজুরিতে ভুগছিলেন তামিম। তবে ব্যথা সামান্য হওয়ায় খেলে যাচ্ছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি আসর চলাকালীন ব্যথা বেড়ে যাওয়ায়, টুর্নামেন্টের মাঝপথ থেকে বিদায় নেন তামিম। আসরে আর খেলেন নি। চিকিৎসকরা এসময় তাকে একসপ্তাহের বিশ্রামে থাকার পরামর্শ দেন।

জিম্বাবুয়েতে একমাত্র টেস্টের আগে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনও খেলেননি তিনি। তবে দ্বিতীয় দিন শেষের দিকে নেমেছিলেন, সে সময় একটু অস্বস্তিতে ছিলেন বলেও মনে হচ্ছিল। বাংলাদেশ কোচ ডোমিঙ্গো তামিম ইকবালের ইনুজুরি প্রসঙ্গে বলেন, ‘দূর্ভাগ্যবশত তামিম এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারে নি। আমরা তার জন্য শেষমুহুর্ত পর্যন্ত অপেক্ষা করবো। তবে টেস্টে সে খেলতে পারবে কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারছি না। স্কিল ও ফিটনেস অনুশীলন আছে। সেখানে দলের ফিজিও তাকে দেখবেন, এর পরেই খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নেয়া হবে’।

জানা গেছে ইনজুরি থেকে সেরে উঠতে কোন সার্জারির প্রয়োজনেই তামিমের। তবে থাকতে হবে আরও কিছুদিন বিশ্রামে। তামিম অবশ্য এখনও আশাবাদী টেস্ট খেলার ব্যাপারে। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে সফরের টেস্ট ও ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলতে পারেন তিনি। এরপর টি-টোয়েন্টি সিরিজ না খেলে দেশে ফিরে এসে বিশ্রামও নিতে পারেন। হারারেতে তামিম অনিশ্চিত হলেও চোটের শঙ্কায় থাকা মুশফিকুর রহিমকে নিয়ে তেমন চিন্তা নেই। খেলার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন ডমিঙ্গো। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

মন্তব্যসমূহ (০)


Lost Password