টিকার বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ ৭০ জনের

টিকার বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ ৭০ জনের

রাজধানীসহ সারাদেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে সর্বমোট ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ১১ হাজার ৬৯১ জন ও নারী ৪৬ হাজার ৭৬০ জন।টিকা গ্রহীতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৭০ জন। এ নিয়ে আজ পর্যন্ত এইএফআই রিপোর্ট দাখিল করেছেন ২৫০ জন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় এইএফআই রিপোর্ট দাখিল করা ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, ময়মনসিংহ বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে পাঁচজন এবং বরিশালে পাঁচজন রয়েছেন। সিলেট বিভাগে কোনো ব্যক্তি এইএফআই রিপোর্ট করেননি।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এর পরদিন (২৮ জানুয়ারি) সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে রাজধানীর পাঁচটি হাসপাতালে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

বুধবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত সারাদেশে এইএফআই রিপোর্ট দাখিল করা ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে ১০ জন রয়েছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password