দেশজুড়ে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় দুর্ভোগ

দেশজুড়ে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় দুর্ভোগ

রাজধানীসহ সারাদেশে দু’দিনের টানা বৃষ্টিতে থমকে গেছে জনজীবন ছুটির দিন হওয়ায় খুব একটা প্রয়োজন না থাকলে ঘর থেকে বের হচ্ছেন না কেউই। ভারি বর্ষণে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বরগুনা পৌর এলাকা তলিয়ে গেছে পানিতে। টানা বৃষ্টির কারণে সবজি চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

 এদিকে, বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়াকাঁঠালবাড়িসহ দেশের বিভিন্ন নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে,বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সারা দেশে ভারি থেকে অতিভারি বর্ষণ হচ্ছে দু’দিনের টানা বৃষ্টির কারণে অনেকটাই ফাঁকা রাজধানীর ব্যস্ততম এলাকাগুলো। ছুটির দিন হওয়ায় শুক্রবার এসব এলাকা প্রায় জনমানবশূণ্য হয়ে পড়ে।

তবে যারা বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে,এদিকে, চট্টগ্রাম নগরীতে দু’দিন ধরে থেমে থেমে হালকা বৃষ্টি হচ্ছে কোথাও,বা ভারি বর্ষণও হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভারি বৃষ্টিতে বরগুনার পৌর এলাকা পানিতে তলিয়ে গেছে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা জেলায় মাছের ঘের এর পাশাপাশি ডুবে গেছে ফসলি জমিনাটোরেও টানা বৃষ্টিতে ক্ষতির মুখে সবজির আবাদ পেঁয়াজ রোপন পিছিয়ে যাবে বলেও আশঙ্কা করছেন চাষিরা।আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এমন বৃষ্টি কয়েকদিন চলবে।

 

মন্তব্যসমূহ (০)


Lost Password