হঠাৎ কালবৈশাখির তাণ্ডবলীলা রাজধানীতে
সকাল থেকেই প্রচণ্ড রোদ। বৈশাখের খরতাপে দিনভর গরমে হাহুতাশ অবস্থা। কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই শুরু হলো কালবৈশাখির রুদ্রতাণ্ডব। মুহূর্তেই রাজধানী ঢাকার বুকে শুরু হলো প্রচণ্ড ঝড়োবৃষ্টি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হয় ঝড়। এরপর ধীরে ধীরে বাসতে থাকে বাতাসের গতি। এক পর্যায়ে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়।আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আফতাব উদ্দীন বিডটাইপকে বলেন, ‘৭৪ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সঙ্গে বৃষ্টি হচ্ছে। তবে লকডাউন থাকায় রাস্তাঘাটে তেমন লোকজন নেই।’প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ৬০ কিলোমিটারের উপরে থাকলে, সেটি কালবৈশাখী হিসেবে বিবেচনা করে আবহাওয়া অধিদফতর। এর আগে গত মাসেই একাধিকবার ঢাকায় একই গতিবেগে কালবৈশাখী বয়ে যায়।
রাজধানীর, যাত্রাবাড়ী, শনির আখরা,ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর, শ্যামলী, আদাবর, উত্তরা, আগারগাঁও এলাকা থেকে ঝড়ের খবর পাওয়া গেছে। এদিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার জিয়াউর রহমান বিডটাইপকে বলেন, ঝড়ে কোথাও কোনও বড় দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। ছোটখাটো কিছু দুর্ঘটনা ঘটেছে। তবে সেখানে যেতে হয়নি। স্থানীয়রাই সামলে নিয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন