বাংলামোটরে ‘সেন্টমার্টিন’ নামের একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। রাজধানীর বাংলামোটর এলাকায় 'সেন্টমার্টিন সি-ভিউ' নামের একটি যাত্রীবাহী বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৯ ডিসেম্বর) রাত ১০টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটরে মমতাজ ম্যানশনের সামনে ওই বাসে আগুন লাগে। পরে বৈদ্যুতিক তারের মাধ্যমে আগুন পার্শ্ববর্তী ভবনেও ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, 'সেন্টমার্টিন সি ভিউ' নামের ঐ বাসটি বাংলামোটর এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। দুর্ঘটনার আশঙ্কায় বাসচালক দ্রুত যাত্রীদের নামিয়ে দেন। আগুন লাগার সময় বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। চালকের বুদ্ধিমত্তার ফলেই যাত্রীরা প্রাণে বেঁচে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে সেই বাসচালকের নাম-পরিচয় জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন মমতাজ ম্যানশনের সামনের অংশে ছড়িয়ে পড়ার পর আরও চারটি ইউনিট এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত হয়নি।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন