ঝড় বৃষ্টির পূর্বাভাস আগামী পাঁচদিন

ঝড় বৃষ্টির পূর্বাভাস আগামী পাঁচদিন

আগামী পাঁচদিন বজ্রপাতসহ ঝড়বৃষ্টি থাকবে, এমন পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় প্রবল বায়ুচাপের তারতম্যের কারণে এমন বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। অবশ্য অনেক অঞ্চলেই ইতোমধ্যে এর প্রভাব শুরু হয়ে গেছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, দেশের রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া থেকে শুরু করে মাঝারি ধরণের বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানেও আবহাওয়ার এমন পরিস্থিতি থাকবে বলে জানা যায়। সেইসাথে সারাদেশে তাপমাত্রা কমতে পারে বলেও উল্লেখ করেন প্রতিষ্ঠানটি। আগামী দুইদিন সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।

অবশ্য আজ সকাল থেকেই রাত নেমে আসে ঢাকার আকাশে। আজ বুধবার রাতভর বৃষ্টি শেষে ভোরের আলো ফোটার পরই আবার কালো মেঘে রাত নেমে আসে রাজধানীর বুকে। বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় কেপে উঠে রাজধানীবাসী। প্রাণঘাতী করোনা সংক্রমণের মধ্যেই ভোরে রাজধানীতে তীব্র কালবৈশাখী ঝড়ে ফুটপাথে থাকা মানুষগুলোকে দুর্ভোগ পোহাতে হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password