টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মুখোমুখি পরিসংখ্যান

টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মুখোমুখি পরিসংখ্যান

আগামী ৩ আগষ্ট থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ মাঠে গড়াবে। সেই উপলক্ষে তিনদিনের কোয়ারেন্টাইন শেষ করে আজ মিরপুরে দুই দল অনুশীলন শুরু করে দিয়েছে। আজ আমরা জেনে নিব টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মুখমুখি দেখার যত পরিসংখ্যান।

ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মোট ৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। টি-টুয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই এই দুই দল চারবার মুখোমুখি হয়েছে। সেখানে প্রত্যেকবার জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ টি-টুয়েন্টি ক্রিকেটে প্রথম মুখোমুখি হয়েছিল ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপে। কেপ টাউনের সেই ম্যাচে ম্যাথু হেডেনের অপরাজিত ৭৩ রানের সুবাদে ৯ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। এরপরের বার ২০১০ টি-টুয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখা হয় দুই দলের। ক্যারবীয় দ্বীপ পুঞ্জের সেই ম্যাচে বাংলাদেশকে ২৭ রানে পরাজিত করে অস্ট্রেলিয়া। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ১৪১ রানে বেঁধে ফেলেও ব্যাটসম্যানদের ব্যার্থতায় ২৭ রানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ২৮ রান ও ২ উইকেট শিকার করেন।

নিজেদের দেশে অনুষ্ঠীত ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বার মুখমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ১৫৩ রান করেও অ্যারন ফিঞ্চের অনবদ্য ৭১ রানের সুবাদে ৭ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৬৬ ও মুশফিকুর রহিম ৪৭ রান করেন। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে শেষবার দেখা হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার। উসমান খাজার ৫৮ ও ম্যাক্সওয়েলের ঝড়ো ২৬ রানের সুবাদে ব্যাঙ্গালোরে সেই ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ৩ উইকেটে। বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান ৩৩ রান ও ৩ উইকেট শিকার করেন।

বাংলাদেশ ও অস্ট্রলিয়ার দুই দলের মুখোমুখি দেখায় সর্ব্বোচ্চ রান করেছেন সাকিব আল হাসান। তার সংগ্রহ ১৪৩ রান। ৮৯ রান করে সাকিবের পিছনে রয়েছেন মুশফিকুর রহিম। ৮১ রান করে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের অবস্থান তিন নম্বরে।উইকেট শিকারের দিক দিয়েও সবার উপরে অবস্থান করছেন সাকিব আল হাসান। ৪ ম্যাচ খেলে তার ঝুলিতে আছে ৫ উইকেট। ৪ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে ডার্ক ন্যানিস। ম্যাচে সেরা বোলিং ফিগারটা ডার্ক ন্যানিসের। ২০১০ সালে ব্রিজটাউনে ১৮ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি।

এই প্রথমবারের মতো বাংলাদেশ ও অস্ট্রেলিয়া বিশ্বকাপের বাইরে কোন ম্যাচ খেলবে। একটি কিংবা দুইটি নয় পুরো পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে অজিরা। অস্ট্রেলিয়ানরা এর আগে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেললেও বাংলাদেশ এই প্রথমবারের মতো এত বড় সিরিজ খেলতে যাচ্ছে। এর আগে বাংলাদেশ সর্ব্বোচ্চ চার ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল জিম্বাবুয়ের বিপক্ষে।

মন্তব্যসমূহ (০)


Lost Password