আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার উদানা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার উদানা

সম্প্রতি বেশ খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট। বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির বিষয়ে শীর্ষস্থানীয় ক্রিকেটারদের চলছে মতবিরোধ। এই রেশ ধরেই গত বেশ কয়েকটি সিরিজ ধরে দলের সিনিয়র খেলোয়াড়দের শ্রীলঙ্কান জার্সিতে দেখা যাচ্ছে না। এর উপর নতুন করে যুক্ত হচ্ছে দলের নিয়মিত ক্রিকেটারদের আকস্মিক অবসরের সিদ্ধান্ত।

গত মে মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন অলরাউন্ডার থিসারা পেরেরা। এবার তার দেখানো পথেই হাটলেন সাম্প্রতিক সময়ে দলের নিয়নিত মুখ অলরাউন্ডার ইসুরু উদানা। শুক্রবার এক চিঠির মাধ্যমে ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন এ বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেও ঘরোয়া লিগের খেলা চালিয়ে যাবেন উদানা। তবে হুট করেই এমন সিন্ধান্ত কেন নিয়েছেন তা স্পষ্ট জানা যায়নি। তবে অনেকেই ধারণা করছেন পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর ইচ্ছা থেকে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেয়া বিবৃতিতে উদানা বলেছেন, ‘আমি বিশ্বাস করি, পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দেয়ার সময় এসেছে। নিজের দেশের হয়ে খেলা এবং সেবা দিতে পারা আমার জন্য সবসময়ই অনেক বড় গর্বের জায়গা ছিল’।

২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু উদানার। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে ২১ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি খেলেছেন উদানা। আন্তর্জাতিক ক্রিকেটে তার ঝুলিতে রয়েছে ৪৫ উইইকেট এবং ব্যাত হাতে রান করেছেন ৪৯৩।

মন্তব্যসমূহ (০)


Lost Password