শেষ ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

শেষ ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৫ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজটা নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে গ্রেনাডার সেইন্ট জর্জেস ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ডি কক ও মার্কামের ব্যাটে ভর করে ৪ উইকেটে ১৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় প্রোটিয়ারা। জবাবে ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, এভিন লুইসদের নিয়ে ক্যারিবীয়রা ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে ১৪৩ রান।

গ্রানাদায় এদিন প্রোটিয়াদের জয়ের পথ তৈরি করে দিয়েছিলেন এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক। প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই বিদায় নেন টেম্বা বাভুমা। দ্বিতীয় উইকেট জুটিতে ঝড় তোলেন মার্করাম ও ডি কক। দুজন যোগ করেন ১২৮ রান। ডি কককে শিকার করে এই জুটি ভাঙেল ফিদেল এডওয়ার্ডস। টানা তিন ম্যাচে ফিফটি হাঁকানো ডি কক করেন ৪২ বলে ৬০ রান। তার ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। ইনিংসের ১৭তম ওভারে মারক্রাম ফেরেন ৪৮ বলে ৭০ রান করে। তার ৩টি চার ও ৪টি ছক্কার ইনিংসের সমাপ্তি ঘটান ওবেড ম্যাককয়। ডি কক ফেরার পরেই দক্ষিণ আফ্রিকার রানের গতি কিছুটা কমে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে সফরকারীরা। ডেভিড মিলার অপরাজিত থাকেন ১৬ বলে ১৮ রানে।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি উইন্ডিজ। এভিন লুইস ৩৪ বলে ৫২, সিমরন হেটমায়ার ৩১ বলে ৩৩ ও নিকোলস পুরান ১৪ বলে করেন ২০ রান। মূলত কার্যকরী জুটি গড়তে পারেনি দলটি। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন লুঙ্গি এনগিডি। কাগিসো রাবাদা ও উইয়ান মাল্ডারের শিকার ২টি করে উইকেট। উইকেট ১টি পেলেও ৪ ওভারে মাত্র ১১ রান খরচ করেন তাবরাইজ শামসি। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন মার্কাম। পুরো সিরিযে দারুণ বোলিং করে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দক্ষিন আফ্রিকার স্পিনার তাবরীজ শামসি।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ১৬৮/৪(২০) মার্করাম ৭০, ডি কক ৬০, এডওয়ার্ডস ২/১৯

ওয়েস্ট ইন্ডিজ: ১৪৩/৯(২০) লুইস ৫২, হেটমেয়ার ৩৩, এনগিডি ৩/৩২

মন্তব্যসমূহ (০)


Lost Password