শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে দক্ষিন আফ্রিকা

শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে দক্ষিন আফ্রিকা

আগামী সেপ্টেম্বর মাসে শ্রীলঙ্কা সফর করবে দক্ষিন আফ্রিকা ক্রিকেট দল। সফরে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজকে কেদ্র করে স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিন আফ্রিকার ক্রিকেট বোর্ড৷ শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই দলের গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়। বিশ্রামে আছেন ডি কক, চোট থেকে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন মিলার আর ব্যক্তিগত কারণে নেই এনগিডি। তবে তিনজনই আছেন টি-টোয়েন্টি দলে।

দুই দলের ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত হওয়ার কারণে দুই দলের সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা ও দক্ষিন আফ্রিকা দুই দলই আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। দুই দলই চাইবে সিরিজটি জিতে নিজেদের পয়েন্ট বাড়িয়ে নিতে। উল্লেখ্য ওয়ানডে সুপার লিগের শীর্ষ ৮টি দল সরাসরি বিশ্বকাপের মুল মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করবে।

শ্রীলঙ্কা ও আফ্রিকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে আগামী ২, ৪ ও ৭ সেপ্টেম্বর। ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজ।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), জুনিয়র ডালা, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডা, ইয়ানেমান মালান, কেশভ মহারাজ, এইডেন মারকরাম, ভিয়ান মুল্ডার, আনরিক নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইনা, লিজাড উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফোরটান, বিউরান হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডা, কেশভ মহারাজ, সিসান্ডা মাগালা, এইডেন মারকরাম। ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডান ডাসেন, লিজাড উইলিয়ামস।

মন্তব্যসমূহ (০)


Lost Password