চাপ কাটিয়ে ক্যারবীয়দের বড় লক্ষ ছুড়ে দিয়েছে দক্ষিন আফ্রিকা

চাপ কাটিয়ে ক্যারবীয়দের বড় লক্ষ ছুড়ে দিয়েছে দক্ষিন আফ্রিকা

প্রথম ইনিংসে ২৯৮ রানে অলআউট হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানে অলআউট করে দিয়ে কিছুটা স্বস্তিতে ছিল দক্ষিন আফ্রিকা। কিন্ত সেই স্বস্তিটা বেশিক্ষন টিকিয়ে রাখতে পারেনি সফরকারিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা ৭৩ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল। টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিন আফ্রিকার সর্বনিম্ন স্কোর ১৪১ রান।

মনে হচ্ছিল সর্বনিম্ন রানের রেকর্ড বুঝি আজ নতুন করে লিখা হবে। সফরকারিদের সেই লজ্জারর রেকর্ড গড়া থেকে বাঁচিয়েছেন ভ্যান ডার ডুজেন। অষ্টম উইকেটে রাবাদাকে নিয়ে ৭০ রানের পার্টনারশিপ গড়ে তুলেন ডুজেন। শেষ পর্যন্ত এই দুজনের কল্যাণ্যে ১৭৪ রানে ইনিংস শেষ হয় প্রোটিয়াদের। ডুজেন করেন সর্ব্বোচ্চ ৭৫ রান এবং রাবাদা তার ক্যারিয়ার সর্ব্বোচ্চ ৪০ রান করে আউট হন। ক্যারবীয় পেসার রোচ ৫২ রানে নিয়েছেন ৪টি উইকেট। চাপ সামাল দিয়ে ৩২৪ রানের বড় টার্গেট ছুড়ে দিয়েছে দক্ষিন আফ্রিকা।

রান তাড়া করতে নেমে তৃতীয় দিন শেষে ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান জমা করেছে ওয়েষ্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ৫ ও কাইরন পাওয়েল ৯ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নামবেন। দীর্ঘ টেস্ট ইতিহাসে ৩২০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড রয়েছে মাত্র ২৩টি। অর্থাৎ এই টেস্ট ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনতে নিজের সেরাটা দিতে হবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের। সেক্ষেত্রে তাদের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে প্রোটিয়া পেসাররা। রাবাদা, নর্টজেরা যে ফর্মে আছে তাতে এত বড় টার্গেট পুরন করা বেশ কষ্টই হয়ে যাবে ক্যারবীয়দের।

মন্তব্যসমূহ (০)


Lost Password