প্রথম টি-টুয়েন্টিতে অনায়াসে জিতলো দক্ষিন আফ্রিকা

প্রথম টি-টুয়েন্টিতে অনায়াসে জিতলো দক্ষিন আফ্রিকা

ওয়ানডে সিরিজে দক্ষিন আফ্রিকার বিপক্ষে দারুণ লড়াই করেছে আয়ারল্যান্ড। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের শুরুতে আশা জাগিয়েছিল আয়ারল্যান্ড কিন্ত তাদের হতাশা নিয়েই শেষ করতে হয়েছে তাদের। সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে শুভ সুচনা করেছে দক্ষিন আফ্রিকা।

ডাবলিনে রোববার টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের মিলিত চেষ্টায় ৭ উইকেটে ১৬৫ রানের পুঁজি দাঁড় করায় সফরকারী দক্ষিন আফ্রিকা। শেষ ওয়ানডে ম্যাচে ঝড় তোলা ডি কক এই ম্যাচেও ঝড়ের আভাস দিয়েছেলেন। কিন্ত সেই ঝড় স্থায়ী হয়নি বেশিক্ষন। মিড অফে ধরা পড়ার আগে এই কিপার-ব্যাটসম্যান করেন ৩ চার ও এক ছক্কায় ৯ বলে ২০। অধিনায়ক বাভুমা (১৩) ও মালান (৪) ফিরে গেছেন দ্রুত। মিডল অর্ডারের কেউ বড় রান করতে না পারলেও তাদের সবার সম্মিলিত প্রচেষ্টার কারণে বিপদে পরতে হয়নি প্রোটিয়াদের।মার্কাম ৩৯, ডুজেন ২৫, মিলার ২৮ রান করেন। শেষদিকে রাবাদার ৯ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ৭ উইকেটে ১৬৫রানের চ্যালেঞ্জিং স্কোর দাড় করাতে সক্ষম হয় দক্ষিন আফ্রিকা। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন অ্যাডায়ার এবং দুর্দান্ত বোলিং করা সিমি সিং ১৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।

লক্ষ্যে নেমে লুঙ্গি এনগিডির বোলিং তোপে পাওয়ার প্লের ৬ ওভারে ৩৮ রানের বিনিময়ে ৪ উইকেট হারায় আইরিশরা। এরপর শুরু হয় তাবরাইজ শামসির ঘূর্ণি জাদু। মিডল অর্ডার ভেঙে দেন তিনি। দুই অঙ্কের ঘরে যেতে পারেন দলটির কেবল চার জন। টানা দুই ওভারে তিন ব্যাটসম্যানকে মাঠ ছাড়া করেন এই স্পিনার। এসবের মাঝে কিছুটা লড়াই করেন টেক্টর। ৩৪ বলে তার ৩ চারে ৩৬ রানের ইনিংসও থামে শামসির বলে স্টাম্পড হয়ে। ১৩.৪ ওভারে ৮৮ রানেই ৯ উইকেট হারায় আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার জয় তখন সময়ের ব্যাপার। ব্যারি ম্যাকক্যার্থি ও লিটল বাকি ৬.২ ওভার ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন।

দশম উইকেটে ৪৪ রানের অপরাজিত জুটি গড়েন তারা। ম্যাকক্যার্থি ৩০ ও লিটল ১৫ রানে অপরাজিত থেকেই মকাঠ ছাড়েন। নির্ধারীত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৩২ রানে থামে আইরিশরা। ৪ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নেন শামসি, এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা পারফরম্যান্স। এনগিডি ও জর্জ লিন্ডে দুটি করে উইকেট পান। আগামী বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

মন্তব্যসমূহ (০)


Lost Password