জটিল রোগের সঙ্গে যুদ্ধ শেষে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন সিকান্দার রাজা

জটিল রোগের সঙ্গে যুদ্ধ শেষে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরছেন সিকান্দার রাজা

জটিল রোগের সাথে দীর্ঘদিন যুদ্ধ শেষে জিম্বাবুয়ের জাতীয় দলে ফিরেছেন সিকান্দার রাজা। গত ২ এপ্রিল রাজার হাতে অস্ত্রোপচার করা হয় টিউমার অপসারণের জন্য। কিন্তু অস্ত্রোপচার করার পরেও তিনি আরও জটিলতায় পড়েন। তার হাতে হয়ে যায় ইনফেকশন, যেটা থেকে এক পর্যায়ে ক্যান্সার ছড়িয়ে পড়ার শঙ্কাও দেখা দিয়েছিল। জিম্বাবুয়ে টিম ম্যানেজম্যান্ট প্রথমে ভেবেছিল রাজার অস্থি মজ্জায় সাধারণ ব্যথা হচ্ছে। কিন্তু পরে দেখা যায় ব্যাপারটি আরও জটিলতায় দিকে এগিয়েছে। দেশে ফিরে তিনি হাতের স্ক্যান করান। হারারের বিশেষজ্ঞ চিকিৎসক রাজাকে জানান, তার হাতের ব্যথা সাধারন নয়।

বোন ম্যারো ইনফেকশনের কারণে শারীরিক ও মানসিকভাবে কঠিক ধকলের মধ্যে ছিলেন রাজা। তবে কিছুকে পিছনে আবার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই অফফ স্পিনিং অলরাউন্ডার। পুনরায় দলে ফিরতে পারার স্বস্তি প্রকাশ করেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে তাকে দলে রাখা হবে কিনা, এ সিদ্ধান্ত নিতেই দল ঘোষনা করতে দেরি করে ফেলেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। রাজা ছাড়াও দীর্ঘ সময় পর দলে ফিরেছেন পেসার টেন্ডাই চাতারা। একমাত্র টেস্টের সময় সেলফ আইসোলেশনে থাকা দুই অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস এবং ক্রেইগ আরভিনকে ওয়ানডে সিরিজের দলেও রাখা হয়নি। একমাত্র টেস্টের মতো ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়ে দলকে নেতৃত্ব দেবেন ব্রেন্ডন টেইলর।

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াড : ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গি, তিনাশে কামুনহুকামুই, ওয়েসলি মাধেভেরে, টিমসেন মারুমা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও ডোনাল্ড তিরিপানো।

মন্তব্যসমূহ (০)


Lost Password