সুপার সাইক্লোন আম্ফানের তাণ্ডব থেকে বাঁচতে সুন্দরবনের ছোট-ছোট খালে নৌকা ও ফিশিং ট্রলারে আশ্রয় নিয়েছে প্রায় ২ হাজার জেলে। নৌকা ও ফিশিং ট্রলারে করে খালে আশ্রয় নেয়াদের সকাল থেকে বন বিভাগ মাইকিং করে লোকালয়ে ফিরে যাবার আহ্বান জানালেও সন্ধ্যা পর্যন্ত প্রায় ২ হাজার জেলে এখনো সুন্দরবন রয়ে গেছেন।
সুপার সাইক্লোন আম্পান সুন্দরবনে আছড়ে পড়লে এসব জেলেদের ভাগ্যে কি ঘটবে তা নিয়ে দেখা দিয়েছে শংঙ্কা। বিগত ২০০৭ সারের ১৫ নভেম্বর সুপার সাইক্লোন সিডরের হাত থেকে বাঁচতে এভাবে সুন্দরবনের খালে আশ্রয় নিয়ে প্রাণ হারায় অনেক জেলে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন সন্ধ্যায় জানান, দুবলা শুটকী পল্লীর কিছু জেলেসহ সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে উত্তাল সমুদ্র থেকে প্রায় ৫ হাজার জেলে সুন্দরবনের দুবলা, মেহের আলঅর চর, কটকা, কচিখালী, শ্যালা এলাকার ছোট-ছোট খালে নৌকা ও ফিশিং ট্রলারে আশ্রয় নেয়ায় সকালে আমরা মাইকিং করে তাদের লোকালয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলি। বিকাল থেকে সুন্দরবনে ঝড়ো হাওয়া বইতে শুরু করায় এখনো প্রায় ২ হাজার জেলে ফিরতে পানেনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন