সাকিবের সেই চিঠি ফাঁস

সাকিবের সেই চিঠি ফাঁস
MostPlay

আইপিএলে খেলতে চেয়ে বোর্ডকে দেওয়া সাকিব আল হাসানের ছুটির চিঠি ফাঁস হয়েছে। সেখানে আইপিএল-এ খেলার বিষয় গুরুত্ব পেলেও, টেস্ট খেলতে না চাওয়ার বিষয়টি সরাসরি উল্লেখে নেই বা শ্রীলংকায় সাকিব টেস্ট খেলতে চান না- তেমন কিছুও বলা নেই।

কী ছিলো সাকিব আল হাসানের চিঠিতে! আকরাম খান বলেছেন, শ্রীলংকায় টেস্ট সিরিজের পরিবর্তে আইপিএলে খেলতে বোর্ডের কাছে ছুটি চেয়েছেন সাকিব। অন্যদিকে সাকিব বলছেন, টেস্ট না খেলতে চাওয়ার কথা তিনি বলেননি। শেষ পর্যন্ত ফাঁস হয়েছে সাকিবের সেই চিঠি।

সেখানে আইপিএল-এ খেলার বিষয়টি গুরুত্ব পেলেও এবং শ্রীলংকায় টেস্ট সিরিজের কথা উল্লেখ থাকলেও, সাকিব এই সিরিজে খেলবেন কিনা, সেই বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি। বরং চিঠি পড়ে এটাই বোঝা যায়- লংকায় সিরিজের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আইপিএলকেই গুরুত্ব দিতে চেয়েছেন সাকিব।

সাকিবের চিঠির বাংলা করলে এমন দাঁড়ায়

বরাবর প্রধান নির্বাহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুর, ঢাকা। বিষয়: আইপিএল ২০২১ এ খেলার অনুমতি চেয়ে আবেদন। জনাব, আমি, সাকিব আল হাসান যথাযথ বিনয়ের সঙ্গে এই কথাটি জানাতে চাই যে, আমরা ২০২১ সালের অক্টোবর মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছি। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। আমি বিশ্বাস করি, আসন্ন আইপিএলে অংশ নেয়া আমাকে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের প্রস্তুতির সেরা সুযোগ দেবে। আমি অবহিত আছি যে,  আইপিএল যখন হবে, বিসিবি একই সময়ে  শ্রীলঙ্কায় একটি সফর আয়োজন করার পরিকল্পনা করছে। সবকিছু বিবেচনায় নিয়ে আমাকে আসন্ন আইপিএলে অংশ নেয়ার অনুমতি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেয়ার সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদান্তে, সাকিব আল হাসান ক্রিকেটার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

সাকিব আল হাসান ও ক্রিকেট বোর্ড দ্বন্দ্বে সরগরম বিসিবি। চুক্তিভুক্ত ক্রিকেটার হিসেবে এমন কথা বলতে পারেন কিনা সে নিয়েও আছে প্রশ্ন? বিসিবির সাবেক পরিচালক দেওয়ান শফিউল আরেফিন টুটুল কোড অব কন্ডাক্টের বিষয়টিই তুলে ধরলেন।

টুটুল মনে করছেন, সিনিয়র ক্রিকেটারদের সাথে বোর্ডের সাথে দূরত্ব তৈরি হয়েছে, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখকর বিষয় নয়। 

খেলোয়াড়দের আগে দেশের হয়ে খেলার কথা ভাবা উচিৎ মনে করছেন টুটুল।

মঙ্গলবার ভোর রাতে ঢাকায় ফিরছেন সাকিব আল হাসান।

মন্তব্যসমূহ (০)


Lost Password