মোহামেডানের ভোটার হয়ে সমালোচনায় সাকিব

মোহামেডানের ভোটার হয়ে সমালোচনায় সাকিব

পেশাদার ক্রিকেট থেকে অবসর নেয়ার আগেই ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের আসন্ন নির্বাচনে ভোটার হয়ে রীতিমতো সমালোচনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। 

মতিঝিলের ঐতিহ্যবাহী এ ক্লাবটির আসন্ন নির্বাচনে ভোটার তালিকায় ৩১০ নম্বরে নাম রয়েছে সাকিবের। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মাকে নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন সাকিব। মার্চের শেষ সপ্তাহে তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন তিনি। 

শুধু সাকিব আল হাসানই নন, মোহামেডানের আসন্ন নির্বাচনে ভোটার তালিকায় নাম রয়েছে ক্যাসিনো কেলেঙ্কারির অন্যতম হোতা একেএম মুমিনুল হক সাঈদ, প্রতারণা মামলার আসামি শফিউল্লাহ আল মুনীরের। মোহামেডানের ভোটার হয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এমপি। পাপনের মতো মোহামেডানের ভোটার হয়েছেন আবাহনীর আরেক কর্মকর্তা ইসমাইল হায়দার মল্লিক।

২১৩ সদস্য নিয়ে লিমিডেট কোম্পানি হিসেবে পথচলা শুরু করা মোহামেডানের খসড়া ভোটার তালিকায় নতুন মুখ আরও ১২৯ জন। নতুনরা ৬ মার্চের নির্বাচনে ভোটাধিকার পেলেও ক্লাবের পরিচালক হতে পারবেন না।

আগামী ৬ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ মার্চ। ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বিক্রি হবে। একজন সভাপতি ও ১৬ জন পরিচালক পদে নির্বাচন হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password