কোয়ারেন্টাইনে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স

কোয়ারেন্টাইনে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স
MostPlay

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর শুরু হবে আগামী ৯ এপ্রিল। এরই মধ্যে প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রোববার মুম্বাইয়ের একটি হোটেলে দলটির ক্রিকেটাররা কোয়ারেন্টাইনে ঢোকার মাধ্যমে এই পর্ব শুরু হয়। 

আইপিএলের নিয়মানুযায়ী প্রতিটি দলের ক্রিকেটারদের বাধ্যতামূলক সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিতে বিমানে উঠেছেন তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এছাড়া সাকিবও এরই মধ্যে আমেরিকা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রুনা দিয়েছেন। তিনিও শিগগিরই নাইট শিবিরে যোগ দেবেন।

কেকেআরের টুইটারে পোস্ট করা ছবি থেকে দেখা গেছে, দীনেশ কার্তিক, সহকারী কোচ অভিষেক নায়ার, ফাস্ট বোলার কমলেশ নগরকোটি এবং ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠি হোটেলে ঢুকছেন। কোয়ারেন্টাইন পর্ব কাটিয়েই এই ক্রিকেটাররা প্রস্তুতি শিবির শুরু করে দেবেন বলে জানা গেছে।

আইপিএলের সবশেষ মৌসুমে কলকাতার অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। লিগ পর্বে পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল তারা। শুরুর দিকে খারাপ করায় মৌসুমের মাঝপথেই কার্তিককে সরিয়ে ইয়ন মরগ্যানকে অধিনায়ক করা হয়। তা নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি।

এদিকে এবারের নিলামে সাকিব ও হরভজন সিং সহ বেশ কিছু ভালো ক্রিকেটারদের দলে টেনেছে কলকাতা। এসেছেন অস্ট্রেলিয়ার বেন কাটিংও। সব,ইলিয়ে শিরোপা জিততে বেশ শক্ত দলই গড়েছে নাইটরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password