আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মনোনয়ন পেলেন সাকিব আল হাসান

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ মনোনয়ন পেলেন সাকিব আল হাসান

টানা তিন ম্যাচ জেতার পর গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেটে হেরে হোয়াইটওয়াশের স্বপ্ন ভঙ্গ হয়েছে টাইগারদের। ১০৫ রানের ছোট টার্গেট দিয়েও অস্ট্রেলিয়ানদের ভালই ভুগিয়েছে বাংলাদেশের বোলাররা। মুলত সাকিব হাসানের এক ওভারে ক্রিস্টিয়ান ৫টি ছক্কা হাঁকিয়ে ম্যাচটি নিজেদের দিকে টেনে আনেন। শেষদিকে মনে হচ্ছিল সেই ওভারে ক্রিস্টিয়ান ৫ ছক্কা না হাঁকাতে না পারলে খেলার ফলাফল অন্যরকম হতেও পারতো। শুধু সেই ওভার নয় বল হাতে পুরো ম্যাচেই নিজের ছায়ার মধ্যেই আটকে ছিলেন সাকিব। সব মিলিয়ে চার ওভারে দিয়েছেন ৫০ রান। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ ও ৪৯ রান দিয়েছিলেন বাঁহাতি অর্থোডক্স বোলার। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হচ্ছে আলোচানা-সমালোচা। তবে দলের অধিনায়ক ও সতীর্থদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছেন তিনি। বল হাতে সাকিবের এমন হতশ্রি পারফর্মেন্সের পর অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘টি-টোয়েন্টি ম্যাচে এমন হতে পারে। আমরা জানি সাকিব চ্যাম্পিয়ন বোলার। সে ভালোভাবেই ঘুরে দাঁড়াবে।'

এর মাঝেই দারুণ এক সংবাদ পেলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) জুলাই মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন তিনি। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে ছিল বাংলাদেশ দল। যেখানে একমাত্র টেস্টে বল হাতে দুই ইনিংস মিলে ৫ উইকেট নেন সাকিব। পরে ওয়ানডেতে এক ম্যাচে ৫ উইকেটসহ মোট ৮ উইকেট শিকার করেন তিনি। সবমিলিয়ে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে রান করেছেন ১৪৫। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মকাঠ ছাড়েন সাকিব। এ ছাড়া টি-টোয়েন্টি সিরজে বল হাতে ওভার প্রতি ৭ রান দিয়ে সিরিজ জয়ে রেখেছেন দারুণ অবদান। উইকেট নিয়েছেন ৩টি। ব্যাট হাতে দুই টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৩৭ রান, এক ম্যাচে নামতে হয়নি।

সাকিবের সাথে মনোনয়োন পেয়েছেন আরও দুই ক্রিকেটার। মনোনয়নপ্রাপ্ত অন্য দুজন বলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এবং ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ। তিনজনের এই তালিকা থেকে বিজয়ী নির্বাচনে ভোট দেবেন ভোটিং অ্যাকাডেমি ও ভক্তরা। ভোটিং অ্যাকাডেমিতে থাকেন প্রবীণ সাংবাদিক, সাবেক খেলোয়াড় ও ব্রডকাস্টাররা। ই-মেইলের মাধ্যমে ভোট দেন তারা, ৯০ শতাংশ ভোট থাকে তাদের হাতে। শুধুমাত্র নিবন্ধিত ভক্তরা আইসিসির ওয়েবসাইটে গিয়ে ভোট দেন, তাদের ভোটিং শেয়ার ১০ শতাংশ।

আইসিসির ডিজিটাল চ্যানেলগুলোতে প্রত্যেক মাসের দ্বিতীয় সোমবার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এর আগে গত আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

মন্তব্যসমূহ (০)


Lost Password