বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক জোরদার করবে রাশিয়া

বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক জোরদার করবে রাশিয়া

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে এই কথা জানান রাশিয়ান প্রতিরক্ষা প্রতিমন্ত্রী। বর্তমানে রাশিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ওয়াকার উজ্জামান। আজ তিনি রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার Alexander Fomin এর সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি বৈঠকে অংশ নিয়েছিলেন। এসময় রাশিয়ান ডেপুটি ডিফেন্স মিনিস্টার জানিয়েছেন “রাশিয়া বাংলাদেশের সাথে মিলিটারী এবং মিলিটারী টেকনিক্যাল কো-অপারেশন বৃদ্ধি করবে।বৈশ্বিক সার্বিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে দুদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে ”।

এসময় আর্মড ফোর্স ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার অনুরোধ করেছেন , বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের যাতে রাশিয়ান বিভিন্ন হাইয়ার মিলিটারী এডুকেশন এর সুযোগ করে দেওয়া হয়। বর্তমানে দুদেশের মধ্যে মিলিটারী ডেলিগেশন এক্সচেন্জ হয়। তবে ভবিষ্যতে একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের অধীনে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা যাতে করা হয় সে দিকে জোর দেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password