অলৌকিক গাছে শতশত সাপ দেখার গুজব

অলৌকিক গাছে শতশত সাপ দেখার গুজব

অলৌকিকভাবে শতশত সাপের দেখা মিলছে দেবহাটার পারুলিয়া ইউনিয়নের একটি খই গাছে। বিষয়টি একপ্রকার গুজব। ভুল তথ্যের মাধ্যমে অলৌকিক ঘটনার সৃষ্টি হয়েছে এলাকায়। যা দেখতে আসছে অসংখ্য মানুষ। সন্ধ্যার পরে মানুষের ভিড়ে ঐ এলাকায়। রীতিমতো বিষয়টি নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি করছে।

সরেজমিনে দেখা গেছে গাছের উপর ডালে ২টি চিকন সাপ পেঁচিয়ে রয়েছে। তবে বাড়ির লোক বলছে সাপ রাতে আসে দিনে চলে যায়। কিন্তু রাতে গিয়ে তেমন বিষয় দেখা মেলেনি।

পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, পারুলিয়া ইউনিয়নের গড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি খই গাছে রাতে অসংখ্য সাপের দেখা মিলছে। বিষয়টি শুনে তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে শতশত সাপের দেখা না পেলেও দিনের আলোতে ২/৩টি সাপ দেখেছেন তিনি।

এলাকাবাসী দাবি করে, গড়িয়াডাঙ্গা গ্রামের ইয়াসিন আলীর পিতা নুর ইসলামের বাড়ির খই গাছে গত ২/৩দিন ধরে সাপের দেখা মিলছে। তবে কী সাপ সেটা কেউ বলতে পারছেন না।

গাছের মালিক নুর ইসলামের ছেলে জানান, তিনি গত ৪/৫ দিন আগে থেকে ঐ খই গাছটিতে সাপ দেখতে পান। তিনি ঐ সাপগুলোকে আঘাত করেন। এতে তার একটি ৮০ হাজার টাকা দামের গরু ও মুরগী মারা গেছে বলেও দাবি করেছেন। এছাড়া পার্শ্ববর্তী একটি ছেলে সাপগুলোকে ঢিল ছুড়ে মারে। ঐদিন সে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এরপর থেকে ঐ সাপগুলোকে আর কেউ আঘাত করছেন না।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সরেজমিনে বিষটি দেখতে যান পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম। তিনি সাপগুলোকে আঘাত করতে নিষেধ করেছেন এবং দুধ কিনে খাওয়ানোর জন্য স্থানীয়দের নির্দেশ দিয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার বললেন, বিষয়টি শুনেছি। স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে গিয়েছিল, তার কাছ থেকে বিষয়টি খোঁজ নেব।

মন্তব্যসমূহ (০)


Lost Password