মনোনয়নপত্র কিনলেন প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দীনের ভাতিজী রুমা

মনোনয়নপত্র কিনলেন প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দীনের ভাতিজী রুমা
MostPlay

শুরু হয়েছে নির্বাচনী আমেজ।মনোনয়ন কিনতে শুরু করেছে জনপ্রতিনিধিরা। নারায়ণগঞ্জের সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান কিংবা মেম্বার প্রত্যাশিরাও ইতোমধ্যে মনোনয়ন কিনেছেন অনেকে। 

এমতাঅবস্থায়  এনায়েতনগর ইউনিয়ন ৪,৫,৬ নং ইউনিয়নের মনোনয়ন কিনেছেন প্রয়াত চেয়ারম্যান নাসির উদ্দীনের ভাতিজী জেসমিন আক্তার রুমা।

জেসমিন আক্তার রুমা বিডিটাইপকে বলেন, যদি জনসাধারণ আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করে তাহলে আমি তাদের সেবা করে সেই প্রতিদান দেয়ার চেষ্টা করবো। আমার বাবা মরহুম জুলহাস মাদবর সবসময় মানুষের সেবা করে গেছেন। আমার চাচা সাবেক এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মরহুম নাসিরউদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবায় কাজ করেছেন। আমিও তাদের মতো সবসময়  জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই।

তিনি আরও বলেন, মনোনয়ন কিনেছি শুধু মানুষকে সেবা করার একটা সুযোগ নিতে। সত্যিকার অর্থে বাপ-চাচাদের মুখে অনেক শোনেছি মানুষকে সেবা করার কত যে আনন্দ, আজ আমিও চাই সেই আনন্দ উপভোগ করতে। আপনারা আমাকে সুযোগ দিলে আমি কথা দিলাম আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকবো। 

রুমা আরও বলেন,  একবার জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে দেখেন বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগনের সেবা করতে করতে জীবন উৎসর্গ করেছেন। সারা জীবন স্বপ্ন দেখে গেছেন বাংলাদেশের জনগনের উন্নয়ন নিয়ে। আজ অক্ষরে অক্ষরে বাবার লালিত স্বপ্ন গুলো বাস্তবায়ন করছে জননেত্রী শেখ হাসিনা। অর্থাৎ একজন রাজনীতিবীদের ঘরে একজন রাজনীতিবীদ জন্মাবে এটাই স্বাভাবিক। তেমনে করে আমার বাপ চাচারা রাজনীতি করে গেছেন, করেছেন মানুষের সেবা। দেখেছেন এই এলাকার মানুষের উন্নয়ন নিয়ে নানা স্বপ্ন। আমিও তাদের রেশটা ধরে রাখতে চাঁই। আমিও সুযোগ পেলে আমার বাপ-চাচাদের এই এলাকার মানুষের উন্নয়ন নিয়ে যে স্বপ্ন গুলো ছিল তা বাস্তবায়ন করব ইনসাল্লাহ।  

আশা করবো আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবক হিসেবে পাশে থাকার সুযোগ করে দিবেন।   


মন্তব্যসমূহ (০)


Lost Password