রয়েল এনফিল্ড আমদানি করবে ইফাদ অটোস

রয়েল এনফিল্ড আমদানি করবে ইফাদ অটোস

বাংলাদেশে আমদানি হবে ‘রয়েল এনফিল্ড’ ইফাদ অটোস মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে বিখ্যাত মোটর বাইক ব্র্যান্ড রয়েল এনফিল্ড।
ক্ল্যাসিক লুকস, রেট্রো ডিজাইন ও সাউন্ডের কারণে রয়েল এনফিল্ড পৃথিবী বিখ্যাত বিশেষ ভাবে রয়েল এনফিল্ড এর ক্ল্যাসিক ডিজাইনের কারনে অনেকের কাছেই পছন্দের। এদিকে বাংলাদেশে ৩৫০সিসি এর পারমিশন পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে।
রয়েল এনফিল্ড এর তিনটি মোটরসাইকেল রয়েছে ৩৫০সিসি ক্যাটাগরিতে। এই তিনটি হচ্ছে রয়েল এনফিল্ড মিটিওর ৩৫০, রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ এবং রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ । এই বাইক গুলোর লুকস ডিজাইন সব কিছু মিলিয়ে অসাধারণ তিনটি বাইক। 


এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০: বাইকটির ইঞ্জিন হচ্ছে ৩৪৬সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, এয়ারকুল্ড ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১৯.১ বিএসপি @ ৫২৫০ আরপিএম এবং ২৮ এনএম @ ৪০০০ আরপিএম শক্তি উৎপন্ন করতে সম্ভব। বুঝতেই পারছেন শক্তিশালী একটি ইঞ্জিন। এছাড়া এই বাইকটি ডিজাইন সম্পূর্ন ভাবে ক্ল্যাসিক স্টাইলে রাখা হয়েছে। অনেকটাই ক্যাফে রেসার।

এরপর যে বাইকটি নিয়ে বলব তা হলো, রয়েল এনফিল্ড বুলেট ৩৫০, এই বাইকটিতে ইঞ্জিন হচ্ছে ৩৪৬সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, এয়ারকুল্ড ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ১৯.১ বিএসপি @ ৫২৫০ আরপিএম এবং ২৮ এনএম @ ৪০০০ আরপিএম  শক্তি উৎপন্ন করতে সক্ষম। বাইকটি দুটি ভা’র্সন রয়েছে একটি হচ্ছে কিক স্টার্ট অ’পরটি হচ্ছে কিক এবং ইলেক্ট্রিক উভ’য়ই দেয়া হয়েছে। 

এছাড়া ব্রেকিং এ যু’ক্ত করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। আর টায়ারের ক্ষেত্রে ক্ল্যাসিক স্পোক হুইল দেয়া হয়েছে। এটাইও ক্যাফে রেসার ডিজাইন রাখা হয়েছে। বাইকটি লুকসের দিকে তাকালে রেট্রো ডিজাইন আকর্ষণ করে থাকে।

সবশেষে রয়েছে রয়েল এনফিল্ড মিটিওর ৩৫০, বাইকটি অন্য দুটি বাইকের থেকে কিছুটা ভিন্ন। এর ইঞ্জিন হচ্ছে ৩৪৯সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, এয়ার – ওয়েল কুল্ড ইঞ্জিন। এর ইঞ্জিন থেকে ২০.১ বিএসপি @ ৬১০০ আরপিএম এবং ২১ এনএম @ ৪০০০ আরপিএম  শক্তি উৎপন্ন করতে সক্ষম। তাহলে বুঝতেই পারছেন বাইকটি অ’পর দুটি বাইক থেকে কিছুটা শক্তিশালী। এর ডিজাইন কিছুটা ক্রুজিং টাইপের। বলা যায় একে ক্রুজার হিসেবেই ডিজাইন করা হয়েছে। 

বাইকটির ফিচার্স এর মধ্যে রয়েছে '' ইএফআই'' ইগনিশান, টিউবলেস টায়ার, ডুয়েল ডিস্ক, ও সবচেয়ে গুরুত্বপূর্ন হচ্ছে এর ডুয়েল চ্যানেল এবিএস। যা এখনকার বাইকের ফিচার্স এর মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ন।  অ’পরদিকে সব গুলো বাইকের ইঞ্জিন হচ্ছে  'বিএস - সিক্স। 

মন্তব্যসমূহ (০)


Lost Password