টি-টুয়েন্টি ক্রিকেটে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি নিজের করে নিলেন রিজওয়ান

টি-টুয়েন্টি ক্রিকেটে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি নিজের করে নিলেন রিজওয়ান

গতকাল রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ রান করার পথে অনন্য এক রেকর্ডের মালিক হয়ে গেলেন পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টি ক্রিকেটের এক ক্যালেন্ডারে সর্বোচ্চ রানের মালিক এখন এই পাকিস্তানি ক্রিকেটার। বছর শেষ হতে এখনো বাকি ৫ মাস। এর মধ্যে আবার চলতি বছরের শেষ দিকে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মোহাম্মদ রিজওয়ান তাঁর আগেই গড়লেন বিশ্বরেকর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে এই রেকর্ড যে এক অনন্য উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে তা প্রায় অনুমতিই।

চলতি বছররের জানুয়ারি থেকে জুলাইয়ের শেষ দিন পর্যন্ত ১৪ ইনিংস খেলেছেন রিজওয়ান। এ বছর খেলা ১৪ ইনিংসে ৭৫২ রান করে ফেলেছেন ২৯ বছর বয়সী রিজওয়ান। যা কি না আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল আয়ারল্যান্ডের পল স্টারলিংয়ের দখলে। ২০১৯ সালে ২০ ইনিংসে ৮টি ফিফটিতে ৭৪৮ সংগ্রহ করেছিলেন স্টারলিং।

এই বছর দুবার শূন্য রানেও আউট হয়েছেন রিজওয়ান। অর্থাৎ বাকি ১২ ইনিংসে সাতটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে তার। তার ব্যাটিং গড় ৯৪! টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩২ ইনিংসে ৮ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ১০৬৫ রান করেছেন রিজওয়ান। তার সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১০৪, গড় ৪৮.৪০ আর ক্যারিয়ার স্ট্রাইকরেট ১২৯.০৯।

মন্তব্যসমূহ (০)


Lost Password