লকডাউনে বন্ধ রাইড শেয়ারিং সার্ভিস।

লকডাউনে বন্ধ রাইড শেয়ারিং সার্ভিস।
MostPlay

চলতি লকডাউনে জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপস ‘উবার’ ও ‘পাঠাও’ সহ এ সংক্রান্ত সকল অ্যাপস বন্ধ রয়েছে। উবার তার সেবা বন্ধ করার পরব গ্রাহকদের কোনো কিছু জানায়নি। উবার অ্যাপস চালু করলে শুধু মটো-ডেলিভারি অপশন অন থাকলেও তা খুবই সীমিত। রাইড কনফার্ম করতে গেলেই ‘নট অ্যাভেলঅ্যাবল’ লেখা স্ক্রীনে ভেসে উঠছে।

তবে পাঠাও থেকে গ্রাহকদের উদ্দেশ্যে গণমাধ্যমে পাঠানো একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান লকডাউনে বিআরটিএ-এর জারিকৃত নির্দেশনা অনুযায়ী ‘পাঠাও’-এর রাইড শেয়ারিং কার্যক্রম সীমিত সময়ের জন্য স্থগিত থাকবে। তবে এইসময়ে পাঠাও ডিজিটালের অন্যান্য সকল ব্যবসায়িক সেবা কার্যক্রম চালু থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহক, ও সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশ করেছে পাঠাও।

মন্তব্যসমূহ (০)


Lost Password