রিচার্লিসনের হ্যাটট্রিকে জার্মানির বিপক্ষে বড় জয় ব্রাজিলের

রিচার্লিসনের হ্যাটট্রিকে জার্মানির বিপক্ষে বড় জয় ব্রাজিলের

অলিম্পিক ফুটবলের পুরুষ বিভাগে ডি’ গ্রুপে দুর্দান্ত সূচনা করেছেন ব্রাজিল। ইয়োকোহামায় জার্মানিকে ৪-২ গোলের বড় ব্যাবধানে পরাজিত করেছে ব্রাজিল। প্রথমার্ধেই দারুণ এক হ্যাটট্রিক করেছেন ব্রাজিলের ফরোয়ার্ড রিচার্লিসন। প্রথমার্ধের সপ্তম, বাইশ ও ত্রিশ মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক পুরণ করেন রিচার্লিসন। প্রথমার্ধের যোগ করা সময়ে মাথেউস পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ঠিকই মুঠোয় রেখে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে ফিরে ঘুরে দাঁড়ায় জার্মানি। ম্যাচের ৫৭ মিনিটের সময় ডি-বক্সের বাইরে থেকে ডানপায়ের জোরালো শটে এক গোল শোধ করেন নাদিয়েম আমিরি। ব্যাবধান কমানোর ছয় মিনিট পর ম্যাক্সিমিলিয়ান আরনল্ড লাল কার্ড পেলে শক্তি কমে জার্মানির। এরপর আরও গোলের খোঁজে মরিয়া হয়ে পড়ে জার্মানরা। সফলও হয় তারা। খেলার ৮৪ মিনিটে গিয়ে ডেভিড রাউমের ক্রস থেকে দারুণ হেডারে ব্যবধান আরও কমান রাগনার অ্যাক। ম্যাচের স্কোর ৩-২ হওয়ার পর নাটকীয় শেষের আশা জাগায় তারা। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পাউলিনিয়ো লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। অনূর্ধ্ব-২৩ দলের এই প্রতিযোগিতায় আগামী রোববার কোত দি ভোয়ার মুখোমুখি হবে তারা। জার্মানি লড়বে সৌদি আরবের বিপক্ষে।

ব্রাজিলের বর জয়ের দিনে হার দিয়ে অলিম্পিক অভিযান শুরু করেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। আজ জাপানের সাপ্পারোতে ‘সি’ গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে আর্জেন্টাইনরা। টোকিওতে ‘এ’ গ্রুপের ম্যাচে মেক্সিকোর কাছে ৪-১ গোলে হেরেছে ফ্রান্স। প্রথম ম্যাচে জিততে পারেনি আর্জেন্টিনার গ্রুপ সঙ্গী স্পেনও। তারকাখচিত এক দল নিয়ে অলিম্পিকে আসা স্প্যানিশরা গোলশূন্য ড্র করেছেন মিসরের সঙ্গে।

মন্তব্যসমূহ (০)


Lost Password