দেশে ১ দিন করোনায় রেকর্ড ২০১ জনের মৃত্যু

দেশে ১ দিন করোনায় রেকর্ড ২০১ জনের মৃত্যু

দেশে প্রতিদিনি বাড়ছে প্রলয়ংকারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১৫ হাজার ৫৯৩ জনে।

একই সময়ে দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫২৫ জন। আজ বোধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের হয়েছেন ১১ হাজার ১৬২ জন। এই নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ২০১ জনের মধ্যে পুরুষ ১১৯ জন ও নারী ৮২ জন।

এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬৫ জন, বেসরকারি হাসপাতালে ২৩ জন ও বাসায় ১২ জন এবং হাসপাতালে আনার পথে ১ জন মারা যায়। একই সময়ে ৩৫ হাজার ৬৩৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ১৬২ জন।

এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪.৩১ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ লাখ ৫০ হাজার ৫০২ জনে। যা গত ২৪ ঘণ্টায় সুস্থ্যতার হার ৮৭ শতাংশ।

মন্তব্যসমূহ (০)


Lost Password