শরীরের অনেক জায়গায় তাবিজ পরতো রাকিব: তামিমা

শরীরের অনেক জায়গায় তাবিজ পরতো রাকিব: তামিমা

মানসকি বিকারগ্রস্ত (সাইকো)’ বলায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের নববিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে রবিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেছেন তার সাবেক স্বামী রাকিব।

অভিযোগে বলা হয়, গত ১৯ মার্চ বেসরকারি টিভি চ্যানেল Channel 24-এ ‘সার্চলাইট’ নামক অনুষ্ঠানে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়, যেখানে আসামি সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে আসামি আমার (রাকিব) সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও ন্যাক্কারজনক এবং মানহানিকর মন্তব্য করেছেন। আসামি বলেছেন- ‘ওনার শিক্ষাগত যোগ্যতা অনেক কম, সে একজন সাইকিক, সাইকোলিজিক্যাল প্রেম না হলে এসব জিনিস বিশ্বাস করে, ও নিজেও হাতের মধ্যে অনেক তাবিজ পরে, গলায় তাবিজ পরে, অনেক জায়গায় তাবিজ পরে, আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বলে, ওকে মেডিকেলে পাঠানো হোক, ওর মেন্টালি সাইকো, তুবা মণি রাকিবের জন্য একটা এটিএম কার্ড।’

ওই অভিযোগে রাকিব আরও উল্লেখ করেন, অনুষ্ঠানটি বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। আসামি ইলেকট্রনিক মিডিয়ায় আমার বিরুদ্ধে মানহানিকর ও আক্রমণাত্মক মন্তব্য করেছে। আমার ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়ে কথা বলেছেন এবং আমার আর আমার শিশুকন্যা তুবা (৮) পিতা-কন্যার সম্পর্ককে অপমান করেও বক্তব্য দিয়েছেন।

যা আমাকে ও আমার পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন করেছে এবং আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এমতাবস্থায় আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫, ২৮ এবং ২৯ ধারায় অপরাধের অভিযোগ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে আজাহার দায়ের করলাম।’

সম্প্রতি দেশের একটি টিভি চ্যানেলে অনুসন্ধানমূলক অনুষ্ঠানে বিয়ের তালাকের কাগজপত্র নিয়ে কথা বলার সময় তামিমা তাম্মি তার সাবেক স্বামী রাকিবকে একজন সাইকো হিসেবে তুলে ধরেন এবং তাকে মেডিকেলে পাঠানোর পরামর্শ দেন।

তামিমা বলেন, ‘রাকিব একজন সাইকো। কারণ সাইকোলজিক্যাল সমস্যা বলে সে হাতে, গলায়, শরীরের একেক জায়গায় বিশ্বাস করে তাবিজ পরে। আর আধ্যাত্মিক টাইপের কথাবার্তা বলে। আমি বলবো, ওকে মেডিকেলে পাঠানো হোক। সে মেন্টালিভাবে একজন সাইকো।’

ক্রিকেটার নাসির হোসেন এবং তামিমা সুলতানা তাম্মির বিয়ে নিয়ে সম্প্রতি দেশজুড়ে ব্যাপক তোলপাড় চলছে। গত মাসের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তামিমাকে বিয়ে করেন নাসির। বিয়ের পর প্রথম স্বামী রাকিব হোসেন তামিমা ও নাসিরের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় অভিযোগ আনা হয়েছে, প্রথম স্বামী বর্তমান থাকতে এবং তাকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন তামিমা। আর নাসিরের বিরুদ্ধে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password