রাজাবাজার এলাকা লকডাউন হচ্ছে

রাজাবাজার এলাকা লকডাউন হচ্ছে

রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা রেডজোন হিসেবে লকডাউন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।আজ সোমবার রাত ১২ টা অর্থাৎ মঙ্গলবার দিনটির গণনার শুরুর রাত ১২ টা থেকে এটি কার্যকর হবে।

এর আগে ঝুঁকি বিবেচনায় বিভিন্ন এলাকাকে তিন রংয়ে ভাগ করা হয়। রাজধানী ঢাকায় প্রতি এক লাখ মানুষের ৩০ কিংবা ৪০ জনের বেশি আক্রান্ত এমন এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেড বা লাল জোনে চিহ্নিত করে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হবে বলে জানানো হয়।

আরও জানানো হয়, ৩ থেকে ২৯ কিংবা ৩৯ জন আক্রান্ত এলাকাকে বিবেচনা করা হবে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ ইয়েলো বা হলুদ জোন। বাকি এলাকাগুলো চিহ্নিত হবে গ্রিন বা সবুজ জোন হিসেবে। প্রতিটি জোনের জন্য থাকছে আলাদা আলাদা নির্দেশনাবলী। সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের মেনে চলতে হবে তা।

মন্তব্যসমূহ (০)


Lost Password