সেনা সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের সাজা মিয়ানমারে

সেনা সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের সাজা মিয়ানমারে

মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে আইনি লড়াইয়ে বিরল জয় পেয়েছেন রাখাইনে ধর্ষণের শিকার এক নারী। থেইন নু নামের ওই সাহসী নারীর করা মামলায়, কয়েক মাসের আইনি লড়াইয়ের পর এই অবিশ্বাস্য জয় পেলেন তিনি।শনিবার সেনা আদালতের রায়ে তিন ধর্ষকের ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

৩৬ বছর বয়সী থেইন নু মনে করেন, এর মধ্য দিয়ে মিয়ানমারে ক্ষমতাধর সেনাবাহিনীর ধর্ষণের শিকার অন্য নারীদের কথা বলার এবং এই বাহিনীটির দায়মুক্তিকে চ্যালেঞ্জ জানানোর সাহস সঞ্চার হবে।

তবে সেনা আদালত এমন রায় দিলেও চার সন্তানের জননী থেইন নু  প্রথম যখন ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ আনেন, তখন তা প্রত্যাখ্যান করেছিল মিয়ানমার সেনাবাহিনী।

মন্তব্যসমূহ (০)


Lost Password