আজ থেকে গণপরিবহন চলাচল শুরু এবং ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার

আজ থেকে গণপরিবহন চলাচল শুরু এবং ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার

আজ থেকে গণপরিবহন চলাচল শুরু এবং ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার

আজ থেকে গণপরিবহন এর ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার আজকে বুধবার (১১ আগস্ট ২০২১) থেকে আগের মতোই সারাদেশে চলাচল শুরু করবে গণপরিবহন। মাঝে ৬০ শতাংশ বৃদ্ধি করা ভাড়া প্রত্যাহার করে আগের মতোই স্বাভাবিক ভাড়ায় সব গণপরিবহন চলাচল শুরু করবে। তবে এর মধ্যে কোনো পরিবহনে যাত্রী দাঁড়িয়ে বহন করতে পারবে না বাস কতৃপক্ষ।

তাই এমন নির্দেশনা দিয়ে গণপরিবহন চলাচলের বিষয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) কতৃপক্ষ। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবং যেসব নির্দেশনা প্রদান করা হয়েছে। বলা হয়েছে, বাসের আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী বহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী পরিবহন করতে পারবেন না। সড়কের পথে গণপরিবহন চলাচলের বিষয়ে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকাযর মধ্যে বিভাগীয় কমিশনার ও জেলার মধ্যে জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজের অধিক্ষেত্রের আইন-শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দফতর, সংস্থা, এলাকা, মালিক এবং শ্রমিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করে প্রতিদিন মোট যে পরিমাণ পরিবহন আছে তার মধ্যে অর্ধেক সংখ্যাক চালু করতে পারবেন।

আরও বলা হয়েছে, পূর্বের যে ভাড়ায় (৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছিল এখন সেটা আর প্রযোজ্য হবে না) এবং রাস্থায় গণপরিবহন চলবে। পূর্বের মতো কোন অতিরিক্ত ভাড়া কোনোভাবেই আদায় বাস কতৃপক্ষ আদায় করতে পারবে না। এদিকে, গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, কন্ডাক্টর, হেলপার, কাম ক্লিনার এবং টিকিট বিক্রয় কাজের দায়িত্বে যারা নিয়োজিত থাকবে সেইসব ব্যক্তিদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে তারপরে চলাচল করবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা ব্যবস্থা রাখতে হবে।

আরও বলা হয়েছে, গণপরিবহন যাত্রা শুরু করার আগে ও শেষে যানবাহন পরিষ্কার, পরিচ্ছন্নসহ জীবাণুনাশক উপকরণ দিয়ে জীবাণুমুক্ত করে চলাচল করবে। এছাড়া সকল যাত্রীদের সাথে থাকা হাতব্যাগ, মালপত্র জীবাণুনাশক উপকরণ ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা যানবাহনের মালিকদের নিশ্চিত করতে হবে। এবং সকল গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিষয়াবলি ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় মেনে চলতে হবে। এবং অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে কতৃপক্ষ। অতএব সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য আহবান জানিয়েছেন (বিআরটিএ)

সূত্রঃ বিআরটিএ সরকারি ওয়েবসাইট

মন্তব্যসমূহ (০)


Lost Password