মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রতিবাদে নিন্দা ও বিক্ষোভ মিছিল ফিলিস্তিনিদের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের প্রতিবাদে নিন্দা ও বিক্ষোভ মিছিল ফিলিস্তিনিদের
MostPlay

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অধিকৃত পশ্চিমতীরের রামাল্লাহ শহরে  সফর করেন। এই সফরের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন হাজার হাজার ফিলিস্তিনি। 

অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠকেরও বিরোধিতা করছেন এসব ফিলিস্তিনি।

প্যালেস্টাইন ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। প্রতিবাদ মিছিলে ফিলিস্তিনিরা ইসরাইলের প্রতি মার্কিন সমর্থনের নিন্দা ও সমালোচনা করে ব্যাপক স্লোগান দেয় এবং তারা অসলো চুক্তির বিরোধিতা করে। বিক্ষোভে অংশ নেওয়া লোকজন পরিষ্কার করে বলেছেন, অসলো চুক্তি মূলত শেষ হয়ে গেছে। 

বিক্ষোভ মিছিলে বহন করা ফেস্টুন প্ল্যাকার্ডের অনেকগুলোতেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরের নিন্দা জানানো হয়েছে এবং ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসবাদে অর্থ জোগান না দিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

কোনো কোনো প্ল্যাকার্ডে লেখা ছিল— ফিলিস্তিনিদের জীবনের মূল্য আছে। 

এ ছাড়া সম্প্রতি গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনি শিশুদের ডামি কফিন উক্ত মিছিলে বহন করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password