চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রস্তাব সংসদে

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রস্তাব সংসদে
MostPlay

বিরোধী দল জাতীয় পার্টি এবং বিএনপির সংসদ সদস্য এই দাবি জানান। সংসদে বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেন, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। সে কারণে উচ্চশিক্ষার শিক্ষার্থীরা শিক্ষা জীবন শেষ করতে পারেননি।

আবার লকডাউনের কারণে অফিস-আদালতের কার্যক্রম সীমিত হওয়ায় সরকারি চাকরির নিয়োগ কার্যক্রম থমকে আছে। এসব কারণে অনেকের সরকারি চাকরিতে প্রবেশের নির্ধারিত বয়স ৩০ পার হয়েছে, অনেকের পার হওয়ার পথে। এসব কারণে তারা চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করে ৩২ বছর করার দাবি জানান তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password