জোরে বোলারদের খেলতে বরাবরই ভাল লাগে পৃথ্বীর

জোরে বোলারদের খেলতে বরাবরই ভাল লাগে পৃথ্বীর

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা পাত্তাই পায়নি ভারতের কাছে। ৮০ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত হয়ে যায় ভারতের। শ্রীলঙ্কা সফরে ভারতের অধিনায়ক শেখর ধাওয়ান ৮৬ রান করে অপরাজিত ছেলন এবং অভিষিক্ত ঈশান কিষান করেন ৫৯ রান।

প্রথম ম্যাচে শিখর ধাওয়ান কিংবা ঈশান কিষান নয় ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন পৃথ্বি শ্ব। ২৬৩ রান তাড়া করতে নেমে প্রথম থেকেই শ্রীলঙ্কার বোলারদের ঘাড়ে চেপে বসেন পৃথ্বী শ। সেই চাপ থেকে বেরোতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। ২৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলার সুবাদে রান তাড়ায় শক্ত ভীত পেয়ে যায় ভারত। তার ইনিংসের কল্যাণেই ২০১৩ সালের পর প্রথম পাওয়ার প্লেতে ৯১ রান তুলে স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দেয় সফরকারিরা। সেখান থেকে আর উঠে আসতে পারেনি শ্রীলঙ্কা।

ম্যাচ শেষে পৃথ্বি শ্ব জানালেন নিজের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছেন তিনি। টিম ম্যানেজম্যান্ট থেকে কোন চাপ ছিলনা। তিনি বলেন, ‘ব্যাট করতে নামার সময় রাহুল স্যার আমাকে আলদা করে কোন কিছুই বলেননি। আমি আমার স্বাভাবিক খেলাটা খেলার চেষ্টা করেছি। ব্যাট করার সময় চাইছিলাম বেশি করে বাউন্ডারি মারতে’।

তিনি আরও বলেন, ‘ব্যাটসম্যান হিসেবে আমার লক্ষ্য থাকে স্কোরবোর্ড সব সময় সচল রাখা। শ্রীলঙ্কানদের ব্যাটিং দেখেই বুঝেছিলাম পিচটা ব্যাটসম্যানদের জন্য খুব ভাল। পরের ইনিংসে ব্যাটসম্যানদের জন্য আরও সুবিধজনক হয়েছে আর জোরে বোলারদের খেলতে আমার বরাবরই ভাল লাগে’।

মন্তব্যসমূহ (০)


Lost Password