বৃষ্টির কারণে পরিত্যাক্ত প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপের ম্যাচ

বৃষ্টির কারণে পরিত্যাক্ত প্রাইম দোলেশ্বর ও গাজী গ্রুপের ম্যাচ

বৃষ্টির কারণে পরিত্যাক্ত ঘোষনা করা হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে মিরপুরে মুখোমুখি হয়েছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। দুই দলকে ১ পয়েন্ট করে দেয়া হয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে আগেই জানা গিয়েছিল, টানা বৃষ্টি থাকতে পারে কয়েকদিন। সেই আশঙ্কাই সত্যি হলো। বৃষ্টির পেটেই গেল সুপার লিগের প্রথম ম্যাচ।

শনিবার মিরপুরে সকাল ৯টায় বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়। যেখানে টস জিতে ফিল্ডিং করার সিন্ধান্ত নেন গাজী গ্রুপের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রাইম দোলেশ্বরের ইনিংসের বয়স যখন ১ ওভার ৩ বল, তখন শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টির কারণে খেলা আর শুরু করা সম্ভব হয়নি। আম্পায়াররা ১১টা ৫৫ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দুই দলকে ১ পয়েন্ট ভাগাভাগি করে দেন। আজ আরও দুইটি খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দুপুর দেড়টায় মুখোমুখি হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও শেখ জামাল। সন্ধ্যা ছয়টায় মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড।

সেই ম্যাচ দুটি নিয়েও আছে শঙ্কা। তবে এক্ষেত্রে রয়েছে বিশেষ এক তথ্য। সেটি হলো, রূপগঞ্জ-পারটেক্স ম্যাচটিতে এক বলও মাঠে না গড়ানোয়, এ ম্যাচটি মিরপুরের ম্যাচের মতো সরাসরি পরিত্যক্ত হয়ে যাবে না। লিগের বিরতির দিন অথবা অন্য কোন এক সুবিধামতো সময়ে সেই ম্যাচ আয়োজন করতে পারবে সিসিডিএম।

মন্তব্যসমূহ (০)


Lost Password