মিথুনের ফিফটিতে শেখ জামলকে ১৬৪ রানের টার্গেট দিল প্রাইম ব্যাংক

মিথুনের ফিফটিতে শেখ জামলকে ১৬৪ রানের টার্গেট দিল প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের খেলা নতুন করে আবার শুরু হয়েছে। তবে আজও বৃষ্টি পিছু ছাড়েনি ঢাকা প্রমিয়ার লিগের। গাজী গ্রুপ ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার দিনের প্রথম খেলা সম্পুর্ন হতে পারেনি বৃষ্টির কারণে। ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে। দুপুরের খেলায় এখন পর্যন্ত বৃষ্টি বাধা দেয়নি। মিরপুরে মিথুনের ফিফটিতে আশরাফুলদের শেখ জামালকে ১৬৪ রানের টার্গেট দিয়েছে প্রাইম ব্যাংক।

টস জিতে প্রাইম ব্যাংককে ব্যাট করতে পাঠায় শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান সোহান। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ছাড়া খেলতে নামা প্রাইম ব্যাংক ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার রনি তালুকদারের(১১) উইকেট হারায়। এরপর অধিনায়ক বিজয় ও ওপেনার রুবেল মিয়া ৩৪ রানের জুটি গড়ে শুরু ধাক্কা সামাল দেন। রুবেল মিয়া ২১ রান করে বিদায় নিলে উইকেটে আসেন ইনফর্ম মোহাম্মদ মিথুন। ক্রিজে এসেই উইকেটের চারপাশে শট খেলতে থাকেন তিনি। তৃতীয় উইকেট জুটিতে বিজয়ের সাথে গড়েন ৪০ রানের পার্টনারশিপ। দারুণ শুরুর পর ইনিংসকে বেশি লম্বা করতে পারেননি বিজয়। আউট হয়েছেন ২৭ রান করে।

বিজয়কে হারিয়ে একটুও বিচলিত হননি মিথুন। অভিজ্ঞ রকিবুল হাসানকে নিয়ে খেলেছেন একেবারে শেষ পর্যন্ত। এই দুজন মিলে চতুর্থ উইকেটে গড়েছেন অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি। মোহাম্মদ মিথুন অপারজিত ছিলেন ৪২ বলে ৬৭ রান করে। এবারের ডিপিএলে এটি মিথুনের তৃতীয় অর্ধশতক। তাকে ভাল সঙ্গ দিয়েছেন রকিবুল হাসান। তিনি অপরাজিত ছিলেন ১৯ বলে ৩৪ রান করে। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৬৩ জমা করে প্রাইম ব্যাংক। শেখ জামালের ইলিয়াস সানী ৪ ওভার বল করে ২৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password