লকডাউন এলাকায় খাদ্য পৌঁছে দেবে পুলিশ

লকডাউন এলাকায় খাদ্য পৌঁছে দেবে পুলিশ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাদারীপুর জেলার শিবচরের চারটি এলাকা বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে। এসব এলাকার প্রবেশ ও বাহির পথে নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া প্রয়োজন হলে ওই চারটি এলাকার বাসা-বাড়িতে কোনো দ্রব্য-সামগ্রীর জন্য ফোন করলে তা পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হবে।

আজ শুক্রবার দুপুরে শিবচর থানায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা রেঞ্জের ডিআইজি নুরে আলম মিয়া।তিনি আরো জানান, জনপ্রতিনিধিদের নিয়ে প্রত্যেকটি এলাকায় আলাদাভাবে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি বিদেশফেরত সকলকে বাধ্যতামূলক হোম করোয়ান্টেইনে রাখার জন্য কাজ করছে।

এদিকে জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনও মাঠে নেমেছে। পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য পুরো উপজেলায় বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। ওই ৪টি এলাকায় নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এসময় জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password