নিজ বাসায় করোনার টিকা নেয়া যুবককে আটক করেছে পুলিশ

নিজ বাসায় করোনার টিকা নেয়া যুবককে আটক করেছে পুলিশ
MostPlay

প্রথমদিকে কিছুটা অনীহা থাকলেও ধীরে ধীরে মানুষের মনে করোনার টিকা নিয়ে ভয় ভীতি দূর হচ্ছে। ইতিমধ্যে অনেকে টিকা নয়েছেন। অনেকে আবার টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। নিবন্ধন করে হোক কিংবা এনআইডি কার্ড দেখিয়ে হোক নির্দিষ্ট কেন্দ্রের বাইরেও কেউ টিকা গ্রহণ করতে পারবে না। কিন্ত নিয়মের বাইরে গিয়ে চট্টগ্রামের খুলশি এলাকার এক যুবক নিজ বাসায় বসে করোনা ভ্যাকসিন গ্রহণ করার ছবি পোস্ট করেন ফেসবুকে। এর সূত্র ধরেই পুলিশ মোহাম্মদ হাসান নামের ওই যুবককে আটক করেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোবারক আলী নামে তার এক বন্ধুকেও আটক করা হয়েছে। মোবারক আলী স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের অফিসার।

হাসান নামে ওই যুবক টিকাগ্রহণের ছবি ফেসবুকে দিয়ে লেখেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। অশেষ ধন্যবাদ প্রিয় বন্ধু মো. মোবারক আলীকে কোভিড ভ্যাকসিন প্রদানে সহায়তা করার জন্য। আলহামদুল্লিাহ মডার্নার প্রথম ডোজ সম্পন্ন’।

বাসায় বসে করোনার টিকা নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর পর ওই যুবক ফেসবুক পোস্ট ডিলেট করে নিলেও এ নিয়ে স্বাস্থ্য বিভাগে আলোচনার জন্ম দেয়। কিভাবে করোনার টিকা বাইরে গেলো এবং কিভাবে কেউ একজন বাসায় বসে টিকা গ্রহণের সুযোগ পেলো তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রোববার রাতে পুলিশ ওই যুবককে নিজ বাসা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আজ সোমবার (৯ আগস্ট) দুপুরে মোবারক আলীকে আটক করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান। তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।

মন্তব্যসমূহ (০)


Lost Password