জ্যামাইকা টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান-ওয়েষ্ট ইন্ডিজ

জ্যামাইকা টেস্টের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান-ওয়েষ্ট ইন্ডিজ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সফরকারি পাকিস্তানকে ২১৭ রানে অলআউট করে জ্যামাইকা টেস্টে সুবিধাজনক অবস্থানে চলে গিয়েছিল ক্যারিবীয়রা। কিন্ত শেষ বিকেলে ২ উইকেট হারিয়ে স্বস্তিতে নেই স্বাগতিকরাও।

টস জিতে বল করার সিন্ধন্ত যে সঠিক ছিল তা প্রমান করতে বেশি সময় নেয়নি ক্যারবীয় বোলাররা। নতুন বলে বেশ মুভমেন্ট আদায় করেন রোচ ও সিলস। পাকিস্তানের দুই ওপেনার ইমরান বাট ও আবিদ আলিকে দ্রুতই ফেরান এই দুই পেসার। এরপর আযহার (১৭) আলী, অধিনায়ক বাবর আযম (৩০), মোহাম্মদ রিজওয়ান (২৩) সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যার্থ হলে ১০১ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ষষ্ঠ উইকেটে দারুণ জুটিতে দলকে উদ্ধার করেন ফাওয়াদ আলম ও ফাহিম আশরাফ। সহজাত আগ্রাসী ব্যাটিংয়ে ক্যারিবিয়ান বোলারদের পাল্টা চাপে ফেলে দেন ফাহিম। এক পাশ আগলে রাখেন ফাওয়াদ।

ফাহিম রান আউট হয়ে হাফ সেঞ্চুরি করতে ব্যর্থ হন, করেন ৪৪ রান। ফাওয়াদের ব্যাট থেকে আসে ইনিংস সেরা ৫৬ রান। শেষ দিকে হাসান আলীর ১৪ রানের কল্যাণে দুইশ ছাড়ায় সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেছেন জেডন সিয়ারস ও জেসন হোল্ডার। কেমার রোচ ২ ও কাইল মায়ার্স নিয়েছেন ১টি উইকেট।

ক্যারিবিয়ানদের বোলিংয়ের স্বস্তি উড়ে যায় ব্যাটিংয়ে নেমে। তৃতীয় ওভারেই আব্বাস ফেরান কাইরান পাওয়েলকে (০), দ্বিতীয় স্লিপে ডাইভ দিয়ে দারুণ ক্রাচ নেন ইমরান বাট। পরের বলেই এলবিডব্লিউ তিনে নামা বুনার (০)। দিনে বাকিটা সময় আর বিপদ হতে দেননি ক্যারবীয় অধিনায়ক ব্র্যাথওয়েট (১*) ও রোস্টন চেজ (০*)। দিনশেষে কুয়ারবীয়দের সংগ্রহ ৪ ওভারে ২ রানে ২ উইকেট। পাকাইস্তানি পেসার মোহাম্মদ আব্বাস ২ ওভার বল করে ২ টিমেডেন আদায় করে নেয়ার সাথে শিকার করেছেন ২ উইকেট।

মন্তব্যসমূহ (০)


Lost Password