ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজকে ৭ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টেয়েন্টিতে জয় পেয়েছে বাবর আজমবাহিনী। শনিবার রাতে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে উইন্ডিজকে ৭ রানে হারিয়েছে তারা। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। দুই দলের মধ্যে মুলত পার্থক্য গড়ে দিয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। প্রথমে ব্যাট করে খুব বড় টার্গেট দিতে পারেনি পাকিস্তান। তাই বোলারদের চাপ একটু বেশি ছিল। নতুন বল হাতে নিয়ে সেই দায়িত্ব দারুণভাবে পালন করেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার কিপটে বোলিংয়েই সিরিজে লিড নিয়েছে পাকিস্তান। ৪ ওভার বল করে ১টি মেডেনের সাথে মাত্র ৬ রান খরচায় শিকার করেছেন ১টি উইকেট।

টসে হেরে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান তোলে পাকিস্তান। হাফ সেঞ্চুরির দেখা পান বাবর আজম। ৪০ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন তিনি। ৩৬ বলে ৪৬ রান করেন মোহাম্মদ রিজওয়ান। উইন্ডিজের পক্ষে জেসন হোল্ডার ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট শিকার করেছেন ডোয়াইন ব্রাভো।

রান তাড়া করতে নেমে শুরু থেকে হাফিজের ঘূর্ণি ফাঁদে আটকে যেতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। আন্দ্রে ফ্লেচার ছাড়া ক্যারিবীয় লাইনআপে প্রথম পাঁচজনই বাঁহাতি ব্যাটসম্যান। সেই সুবিধাটাও পুরোপুরি কাজে লাগিয়েছেন ডানহাতি অফস্পিনার হাফিজ। হাফিজের কিপটে বোলিংয়ে ১২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ করতে পারে মাত্র ৭০ রান। ততক্ষণে সাজঘরে ফ্লেচার (০), ক্রিস গেইল (২০ বলে ১৬) ও শিমরন হেটমায়ার (১৮ বলে ১৭)। খানিক পর আঘাত পেয়ে আহত অবসরে যান বাঁহাতি ওপেনার এভিন লুইসও (৩৩ বলে ৩৫)।

উইন্ডিজের হয়ে লড়াই জমিয়ে তুলেছিলেন নিকোলাস পুরান। তার ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল ক্যারিবিয়ানরা। কিন্তু পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেটা আর সম্ভব হয়নি। পুরান ৩৩ বলে ৪ চার ও ৬ ছক্কায় অপরাজিত থাকেন ৬২ রানে। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।এই জয়ের ফলে ১-০ ব্যাবধানে এদিয়ে গেল সফরকারি পাকিস্তান। দুই দলের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। আজ একই মাঠে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামপবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

মন্তব্যসমূহ (০)


Lost Password