ভারতীয় সীমান্তে চলে এসেছিল পাক শিশু তারপর যা হল

ভারতীয় সীমান্তে চলে এসেছিল পাক শিশু তারপর যা হল
MostPlay

ভারতীয় সীমান্তে চলে এসেছিল পাকিস্তানের ৮ বছরের ছোট্ট শিশুটি। বিএসএফ জওয়ানদের দেখেই কান্নাকাটি শুরু করে করিম। ভারতীয় জওয়ানরা বিস্কুট, চকোলেট দিয়ে প্রথমে করিমের কান্না থামায়। এরপর ফ্ল্যাগ মিটিং করে পাক সেনার হাতে তুলে দেওয়া হয় করিমকে। 

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাজস্থানের বারমেড় জেলায়। পাক সীমান্ত লাগোয়া গ্রাম থেকে একটি ৮ বছরের শিশু ঢুকে পড়ে ভারতীয় সীমান্তে। বিএসএফ জওয়ানদের তা নজরে পড়ে যায়। শিশুটির কাছে এগিয়ে যেতেই করিম কান্না জুড়ে দেয়। সেই কান্না থামাতে হিমশিম খেতে হয় জওয়ানদের। জল, বিস্কুট, চকোলেট খেতে দেওয়া হয় করিমকে। এরপর ফ্ল্যাগ মিটিং করে পাক সেনার হাতে তুলে দেওয়া হয় করিমকে। 

গুজরাট ফ্রন্টিয়ারের ডিজিপি এম এল গর্গ বলেছেন, ‘‌শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ একজন শিশু ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে। জওয়ানরা এরপর পাক রেঞ্জার্সের হাতে তুলে দেয় শিশুটিকে। ভারতীয় সেনার প্রশংসা করা হয়েছে পাক রেঞ্জার্সের তরফে।’‌ সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ভাইরাল হয়েছে। নেটিজেনরা বিএসএফ জওয়ানদের প্রশংসা করেছে। 

মন্তব্যসমূহ (০)


Lost Password