তুরস্কে ক্রমেই জমে উঠেছে শরনার্থী বিরোধীতা

তুরস্কে ক্রমেই জমে উঠেছে শরনার্থী বিরোধীতা

তুরস্কের বিরোধী দলীয় পার্টির অনুগত Bolu শহরের মেয়র এক সংবাদ সম্মেলনে জানান, "তুরস্কের সিরিয়ান রেফুজিদের জন্য পানির বিল স্বাভাবিকের চেয়ে দশগুন করা উচিত । তুরস্কের সেনারা সিরিয়ায় নিহত হয়েছে তাদের জন্য অথচ এখানে যারা আছে তারা স্থানীয়দের মেয়ে এবং স্ত্রীদের দিকে অশালীন অঙ্গভঙ্গি করে"। তুরস্কের ক্রমবর্ধমান শরনার্থী বিরোধীতার মধ্যেই অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ এর করা একটি মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক ৷

সে মন্তব্যে বলা হয় "আফগান রেফুজিদের জন্য আশ্রয়স্থল হিসেবে জার্মানি, সুইডেন এবং অস্ট্রিয়ার চেয়ে তুরস্ক যথাযথ" । এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তুরস্ক জানায় "তুরস্ক আফগানিস্তানের প্রতিবেশি নয় এবং তুরস্ক ইউরোপীয়ান ইউনিয়ন তথা ইউরোপের জন্য কোনো সীমান্তরক্ষী কিংবা শরনার্থী শিবির নয় । তুরস্ক নতুন করে কোনো শরনার্থী আর নিবেনা" । উল্লেখ্য, তুরস্কের মেয়র নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগানের নেতৃত্বাধীন একেপি পার্টির ভরাডুবির পিছনে অন্যতম কারন ছিল শরনার্থী ইস্যু ।

মন্তব্যসমূহ (০)


Lost Password