অনলাইনে রোভার স্কাউটদের অংশগ্রহণে তিন মাস ব্যাপী ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স-এর উদ্বোধন অনুষ্ঠিত

অনলাইনে রোভার স্কাউটদের অংশগ্রহণে তিন মাস ব্যাপী ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স-এর উদ্বোধন অনুষ্ঠিত
MostPlay

বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগের পরিচালনা এবং প্রাগ্রাম ও আইসিটি বিভাগের সহায়তায় ২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ থেকে অনলাইনে রোভার স্কাউটদের অংশগ্রহণে তিন মাস ব্যাপী ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স শুরু হলো। কোর্সে মনোনীত ৪৬ জন রোভার স্কাউট অংশগ্রহণ করে। এর মধ্যে ১৭ জন গার্ল ইন রোভার স্কাউট রয়েছে।

২৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ রাত ৭.৩০ মিনিটে কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থেকে কোর্সের শুভ উদ্বোধন করেন ড. মোঃ মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস ও মাননীয় কমিশনার (অনুসন্ধান), দুর্নীতি দমন কমিশন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর নাজমা শামস, সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস, ড. মোঃ শাহ কামাল, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস এবং জনাব মোহাম্মদ আতিকুজ্জামান, জাতীয় কমিশনার (প্রোগ্রাম), বাংলাদেশ স্কাউটস। স্বাগত বক্তব্য রাখেন জনাব আরশাদুল মুকাদ্দিস, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোর্স বাস্তবায়ন কমিটির আহবায়ক জনাব মোঃ ফসিউল্লাহ্, জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্টস), বাংলাদেশ স্কাউটস ও ভাইস প্রেসিডেন্ট, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি।

রোভার স্কাউটদের অংশগ্রহণে তিনমাস ব্যাপী এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স-এ সপ্তাহে দুই দিন ৯০ মিনিট মেয়াদের মোট ৪০টি সেশন পরিচালিত হবে। কোর্স শুরুর পূর্বে প্রশিক্ষনার্থীদের Progress মূল্যায়ন করা হয়েছে। এ কোর্সে Need analysis, Diagnostic test, Syllabus design, Lesson plan, Materials preparation, Psychological class, Foundation, Remedial class এবং Practice class অর্ন্তভূক্ত করা হয়েছে। এই কোর্সের মাধ্যমে প্রশিক্ষণার্থী রোভার স্কাউটরা Speaking, Writing, Listening এবং Reading skill অর্জন করবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password