সরকারের উদাসীনতায় একের পর এক অগ্নিকান্ড হচ্ছে: ফখরুল

সরকারের উদাসীনতায় একের পর এক অগ্নিকান্ড হচ্ছে: ফখরুল

আজ শুক্রবার রাজধানীর পুরান ঢাকার আরমানীটোলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকান্ডে এপর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৫ জনের প্রাণহানি এবং কমপক্ষে ১৮ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেছেন। এছাড়া প্রতিনিয়ত এ ধরনের অগ্নিকান্ড কিংবা বাসার রান্নার গ্যাস বিস্ফোরণে মানুষের হতাহতের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আজ রাজধানীর পুরান ঢাকার আরমানীটোলার আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে এপর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৫ জনের প্রাণহানি এবং কমপক্ষে ১৮ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। অগ্নিকান্ডে প্রাণহানির ঘটনায় তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত।

তিনি বলেন, অতীতে পুরান ঢাকার চুরিহাট্টা ও নিমতলীসহ বিভিন্ন আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে অসংখ্য হতাহতের ঘটনা ঘটলেও সরকার ও সিটি কর্পোরেশন এই সব অগ্নিকান্ডের পুনরাবৃত্তিরোধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে উদাসীন থেকেছে। ঘটনার পর পর আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোসহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হলেও  এপর্যন্ত সেসব পদক্ষেপ আলোর মুখ দেখেনি। সরকারের এহেন উদাসীনতায় একের পর এক দূর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে। সরকারের এই ব্যর্থতা ও উদাসীনতা জনজীবনকে বিপন্ন করে তুলেছে।

মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করছি-তিনি যেন অগ্নিকান্ডে স্বজনহারা মানুষদের এই বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন- বলেন তিনি।বিএনপি মহাসচিব অবিলম্বে আবাসিক এলাকা সমূহ থেকে কেমিক্যাল গোডাউনসহ দাহ্য পদার্থের গোডাউন অপসারণ এবং হতাহতদের ক্ষতিপূরণের দাবি জানান।

মন্তব্যসমূহ (০)


Lost Password