আবারো লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

আবারো লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
MostPlay

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় আবারও ‘কঠোর লকডাউন’ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ৬ জুন মধ্যরাত পর্যন্ত এই লকডাউন চলবে বলে জানানো হয়। 

রোববার (৩০ মে) মন্ত্রিপরিষদ বিভাগ সাত দিন বাড়িয়ে নতুন এ প্রজ্ঞাপন জারি করে। এতে পূর্বের সকল বিধিনিষেধ থাকবে বহাল থাকবে বলেও জানানো হয়।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আরও এক সপ্তাহ বাড়ছে চলমান সীমিত পর্যায়ের ‘লকডাউন’।

আজ রবিবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও আরও অন্তত দুই সপ্তাহ চলমান বিধি-নিষেধ বহাল রাখার পক্ষে মত দিলেও প্রাথমিকভাবে এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, পূর্বঘোষণা অনুযায়ী চলমান সীমিত পর্যায়ের লকডাউন আজ রবিবার রাত ১২টায় শেষ হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password