সিনেমার মতো নয়’, হাসপাতাল থেকে ভয়ানক অভিজ্ঞতার কথা শুনুন আক্রান্তেরই করা ভিডিওতে

সিনেমার মতো নয়’, হাসপাতাল থেকে ভয়ানক অভিজ্ঞতার কথা শুনুন আক্রান্তেরই করা ভিডিওতে

ইউরোপের বেশ কয়েকটি দেশে বাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন কেরলের বাসিন্দা শাহকির শুভন৷ কিন্তু সেই পর্যটনের পথেই তাঁকে ফিরে আসতে হয়৷ কারণ, করোনা আতঙ্ক৷ আজারবাইজান থেকে ট্যুরের সময় কমিয়েই তাঁকে দেশে ফিরতে হয়৷ আর কেরলের কুন্নর বিমানবন্দর থেকেই তাঁকে বিশেষভাবে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেই বিমানবন্দর থেকে হাসপাতালের যাত্রাটিরই ভিডিও করছিলেন তিনি৷

‘মাল্লু ট্রাভেলার’ নামে একটি ইউটিউব চ্যানেলের মালিক এই শুভন৷ এবার তাঁর আক্রান্ত সময়ের অভিজ্ঞতার কথা শেয়ার করতেই তিনি বেছে নেন ইউটিউবকে৷ করোনা আক্রান্ত সন্দেহে বিমানবন্দরেই শুভনের জন্য অপেক্ষা করছিল একটি অ্যাম্বুলেন্স৷ সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে৷ হাসপাতালে আইসোলেশন ওর্য়াডে রাখা হয় তাঁকে৷ সেখানে প্রথমে একজন মানুষ ছিলেন, পরে তাঁর রক্তে করোনা না পাওয়া যাওয়ায় তাঁকে ছেড়ে দেয় হাসপাতাল৷ তারপর থেকে একাই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পড়েছিলেন তিনি৷ যাই হোক, এই পুরো অভিজ্ঞতার কথা ইউটিউবে শেয়ার করেছেন তিনি৷

ভিডিওদেখতে ক্লিক করুন

https://youtu.be/lwL8M2gDHrg

https://youtu.be/pGqpoz56bS8

https://youtu.be/TJNiORF8OQw

 

 

মন্তব্যসমূহ (০)


Lost Password