প্রথমবারের মত ইসরায়েলি কয়েকজন সেনাকে জিম্মি করার দাবি জানালো হামাস। তারা বলতে চায়, জাবালিয়ায় সেনারা ধরাশয়ী হয়েছে কাশেম ব্রিগেডের কাছে। যদিও এ দাবি বাতাসে উড়িয়ে দিয়েছে ইসরায়েল। জানিয়েছে, এমন কোন ঘটনাই ঘটেনি জাবালিয়া টানেলে। হামাসের ব্যাখ্যা হচ্ছে, টানেলে অভিযানে গিয়েছিল ইসরায়েলি সেনারা। সেখানেই চালানো হয় হামলা। কয়েকজন নিহত হয়েছে, জিম্মি করা হয়েছে বাকিদের।
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে যুদ্ধরত ইসরায়েলি সেনাদের জিম্মি করার দাবি করেছে হামাস। হামাসের সশস্ত্র শাখা আল-কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা গতকাল শনিবার এ কথা জানান। তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে কতজন ইসরায়েলি সেনাকে জিম্মি করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আল–কাশেম ব্রিগেডের মুখপাত্র।
এমনকি দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাননি তিনি। আগে থেকে ধারণ করা এক বার্তায় আবু উবাইদা বলেন, ‘আমাদের যোদ্ধারা ইহুদি বাহিনীকে (ইসরায়েলি সামরিক বাহিনী) একটি সুড়ঙ্গের ভেতরে অতর্কিত হামলা চালাতে প্রলুব্ধ করেছিল। পরে ওই বাহিনীর সব সদস্যের হতাহত ও আটক হওয়ার পর অভিযান শেষ করা হয়েছে।’ আজ রোববার আল–জাজিরা এই বার্তা প্রচার করেছে। তবে হামাসের এমন দাবি আজ প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
এক বিবৃতিতে বলা হয়েছে, এমন কিছুই ঘটেনি। ইসরায়েলের কোনো সেনা হামাসের হাতে জিম্মি হয়নি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা নতুন করে শুরু করার বিষয়ে সম্ভাবনার কথা শোনা যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি সেনাদের জিম্মি করার দাবি করলেন আবু উবাইদা। এদিকে ফিলিস্তিনের রাফা শহরে অবিলম্বে হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। তবে আদেশ উপেক্ষা করে রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল। গতকাল রাফা শহরে স্থল আর আকাশপথে ব্যাপক হামলা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন