দক্ষিণ কোরিয়ায় মলমূত্র পাঠালো উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় মলমূত্র পাঠালো উত্তর কোরিয়া

অভিনব উপায়ে প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে হয়রানি করার অভিযোগ উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে। সিউলের অভিযোগ, বেলুনের মাধ্যমে তাদের আকাশসীমায় মলমূত্র পাঠাচ্ছে পিয়ংইয়ং। এরইমধ্যে আর্বজনা বোঝাই দেড়শ' বেলুন পাঠিয়েছে তারা। বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়ার সীমান্তে ছড়িয়েছে চাঞ্চল্য। বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে সিউল। কয়েকদিন আগেই, প্রতিবেশীর বিরুদ্ধে নজরদারি বেলুন পাঠানোর অভিযোগ তুলে, পিয়ংইয়ং। দেয়, প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি।

আনুষ্ঠানিকভাবে এখনো যুদ্ধে রয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। তবে সম্মুখ সমর যুদ্ধ প্রকটভাবে হয় না তাদের। শান্তিচুক্তির কারণে সীমান্তেও তেমন উত্তেজনা নেই। তবে পশ্চিমা মদদপুষ্ট দক্ষিণ কোরিয়ার সঙ্গে প্রায়ই উত্তেজনা তৈরি হয় উত্তর কোরিয়ার। দেশটির নেতা কিম জং উন প্রায়ই হামলার হুঁশিয়ারি দিয়ে বসেন। এবার তো হামলা করেই বসল উত্তর কোরিয়া। তবে অস্ত্র দিয়ে নয়, ময়লা দিয়ে।

২৬০টি ময়লার বেলু নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ায়। এমন অবস্থায় সতর্কতা জারি করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়ে সেনাবাহিনী বলেছে, বেলুনগুলো স্পর্শ না করতে। সেখানে খুবই নোংরা আবর্জনা রয়েছে। দক্ষিণ কোরিয়ারর ৯টির মধ্যে আটটি প্রদেশেই এই বেলুন পাওয়া গেছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই কাজটিকে `আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন' বলে নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, `এটি আমাদের জনগণের নিরাপত্তাকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলেছে। এসব বেলুনের কারণে কিছু ঘটলে তার জন্য উত্তর কোরিয়া সম্পূর্ণভাবে দায়ী থাকবে। আমরা উত্তর কোরিয়াকে অবিলম্বে এই অমানবিক ও নৃশংস কর্মকাণ্ড বন্ধ করার জন্য কঠোরভাবে সতর্ক করছি।'

মন্তব্যসমূহ (০)


Lost Password