মানবপাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না

মানবপাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না

সম্প্রতি লিবিয়ায় ২৬ জন বাংলাদেশিকে গুলি করে খুনের ঘটনাসহ মানবপাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।সোমবার (৮ জুন) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

র‌্যাবের করোনা আক্রান্ত সদস্যের চিকিৎসা মনিটরিংয়ের জন্য তৈরি অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদ্বোধন এবং র‌্যাবের পক্ষ থেকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে (ক্র্যাব) চিকিৎসাসামগ্রী দেওয়া ও করোনায় আত্মউৎসর্গ করা সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহায়তায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

র‌্যাব ডিজি বলেন, আমরা স্বাভাবিক সময়ে যেসব কার্যক্রম করে থাকি এ করোনার সময়েও তা করছি। আমাদের বাহিনীর সদস্যরা এ সময়ে মাদক, জঙ্গি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্রমাগতভাবে কাজ করে যাচ্ছেন।

লিবিয়ায় ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতোমধ্যে এ মানবপাচার চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছি। কাউকে ছাড় দেবো না। এ মুহূর্তেও আমাদের অভিযান চলছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password